- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা (Concept of pressure group)
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এরা মাঝে মাঝে স্বার্থ উদ্ধারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানিগণ এ গোষ্ঠীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নামকরণ করেছেন। যেমন-
আলমন্ড, পাওয়েল, এইচ. জিগলার, ডেভিড ট্রুম্যান, জি. ওটোন (Almond, Powell, H. Zeigler, David Truman, G. Wootton) প্রমুখ এই শ্রেণিকে Interest Group বলে আখ্যায়িত করেছেন।
এস. ই. ফাইনার (S. E. Finer)-এর মতে, এরা Lobby Group. আবার, অনেক চিন্তাবিদ এদেরকে Pressure Group. Attitude Group. Non-political and Organized Group বলে গণ্য করেছেন।
আলমন্ড ও পাওয়েল (Almond & Powell)-এর মতে, "স্বার্থ গোষ্ঠী বলতে আমরা নির্দিষ্ট স্বার্থের বন্ধনে আবদ্ধ অথবা সুযোগ- সুবিধা দ্বারা সংযুক্ত এমন এক ব্যক্তিসমষ্টিকে বুঝি যারা এরূপ বন্ধন সম্পর্কে সচেতন।" ("By interest group we mean a group of individuals who are linked by particular bonds of concern or advantage and who has some awarness of these bonds.")
এইচ. জিগলার (H. Zeigler) চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেন, "চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন একটি সংগঠিত ব্যক্তিসমষ্টিকে বোঝায় যার সদস্যবর্গ সরকার পরিচালনায় অংশগ্রহণ না করেও সরকারি সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য সচেষ্ট হয়।" ("...an organized aggregate which seeks to influence the context of governmental decisions without attempting to place its members in formal governmental capacities.")
অধ্যাপক মাইরন ওয়েনার (Prof. Myron Weiner) বলেন, "চাপ সৃষ্টিকারী বা স্বার্থকামী গোষ্ঠী বলতে এমন এক গোষ্ঠীকে বোঝায় যা স্বেচ্ছামূলকভাবে সংগঠিত, যা সরকারি কাঠামোর বাইরে অবস্থান করে সরকারি কর্মকর্তাদের মনোনয়ন ও নিয়োগ, সরকারি নীতিমালা গ্রহণ, পরিচালনা এবং নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারে সচেষ্ট থাকে।"
উপর্যুক্ত সংজ্ঞাসমূহের আলোকে বলা যায় যে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এমন একটি জনসমষ্টি যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ, ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই। বরং তাদের উদ্দেশ্য স্বার্থোদ্ধার।
সম্পর্কিত প্রশ্ন সমূহ