• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য (Characteristics of pressure groups)

চাপ সৃষ্টিকারী গোষ্ঠী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। সাধারণত নির্দিষ্ট স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এরা সংগঠিত হয়। নিম্নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো:

১. বেসরকারি সংগঠন: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অনেকটাই বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টিবিশেষ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কোনো আনুষ্ঠানিক সরকারি স্বীকৃতিও সাধারণত থাকে না।

২. সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন, স্বার্থ আদায় বা স্বার্থরক্ষার জন্য। জাতীয় কল্যাণের জন্য কোনো মহান উদ্দেশ্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর থাকে না।

৩. নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন স্বার্থকামী গোষ্ঠী নিজেকে নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন হিসেবে মনে করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অরাজনৈতিক চরিত্র নিয়েই টিকে থাকে।

৪. সংগঠিত সামাজিক গোষ্ঠী স্বার্থকামী গোষ্ঠী সংগঠিত সামাজিক গোষ্ঠী। তাঁরা সুসংগঠিত এবং তাঁদের লক্ষ্য সুনির্দিষ্ট। গোষ্ঠী স্বার্থ উদ্ধারে তাঁরা সরকারি নীতিকে প্রভাবিত করে।

৫.. সরকারকে নিয়ন্ত্রণ: স্বার্থকামী গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে সরকার গঠন বা সরকারের নিয়ন্ত্রণ লাভ করতে চায় না। এ গোষ্ঠীর লক্ষ্য হলো সরকারের নীতি ও আচরণকে প্রভাবিত করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আইনসভার সদস্যগণকে প্রভাবিত করে নিজেদের অনুকূলে আইন প্রণয়ন করে নেয়, শাসন বিভাগকে প্রভাবিত করে সিদ্ধান্ত গ্রহণ করায়, পছন্দের দল-ব্যক্তিকে নির্বাচনে সহযোগিতা প্রদান করে।

৬. প্রচ্ছন্নভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ প্রকাশ্যে না হলেও অন্তত প্রচ্ছন্নভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে থাকে। অন্যভাবে বলা যায়, এই গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের সংশ্লেষ রয়েছে। এই গোষ্ঠীসমূহ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিকে অর্থ দিয়ে, যানবাহন দিয়ে প্রচার কাজে সাহায্য করে। তাদের পছন্দনীয় দল বা ব্যক্তি নির্বাচিত হয়ে আইন প্রণয়ন ও শাসন কাজ পরিচালনা করতে গিয়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে থাকে।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে একথা বলা যায় যে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়, তবে রাজনৈতিক দলকে বেকায়দায় ফেলত বা সহযোগিতা করতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভাব বিস্তার করতে পারে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ