• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

জনমতের বৈশিষ্ট্য (Characteristics of Public Opinion)

জনমতের অর্থ ও সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে জনমতের কতকগুলো বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো:

১. জনমত সুসংগঠিত জনমত সুসংগঠিতভাবে প্রকাশ লাভ করে। দেশের জনগণ কোনো বিষয়ে যে মতামত প্রকাশ করে, সকলের জন্য কল্যাণময় ও গ্রহণযোগ্য মতামতই জনমতে পরিণত হয়।

২. সুস্পষ্ট ও সুনির্দিষ্ট জনমত সাধারণত সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয়ে থাকে। দ্বিধা-বিভক্ত, বিশৃঙ্খল, বিভ্রান্তিকর কিংবা অস্পষ্ট মত জনমত নয়। জনমত তাই স্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া আবশ্যক।

৩. কল্যাণকর সুসংগঠিত জনমতের পেছনে সর্বসাধারণের স্বার্থ ও কল্যাণ নিহিত থাকে। ব্যক্তি স্বার্থ, দল বা গোষ্ঠী স্বার্থ কেন্দ্রিক মত জনমত নয়।

৪. সুচিন্তিত ও যুক্তিভিত্তিক যুক্তিনির্ভর ও বিভিন্ন চিন্তাভাবনার সুচিন্তিত অংশই জনমত। ভাবাবেগতাড়িত কোনো অন্যায়, অযৌক্তিক মত জনমত হতে পারে না।

৫. পরস্পর বিরোধী মতামত জনমতের দাবিতে পরস্পর বিরোধী মতামতের প্রকাশ ঘটতে পারে। তবে শেষ পর্যন্ত একটি সাধারণ মতৈক্য জনমতে পরিণত হয়।

৬. সংখ্যাগরিষ্ঠের মতামত: আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মতামত বা অভিমতের ভিত্তিতে জনমত গড়ে ওঠে। গণতন্ত্রের জন্য এ ধরনের মত খুবই প্রয়োজন।

৭. স্থায়ী বা পরিবর্তনশীল জনমত স্থায়ী আবার পরিবর্তনশীলও হতে পারে। আজকে যা জনমতের ভিত্তিতে করা হয়েছে, সেই জনগণই আবার পরে তা নাও চাইতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রায়শই প্রায়শই তা দেখা যায়। তাই জনমত যেমন স্থায়ী হয়, তেমনি পরিবর্তনশীলও হতে পারে।

৮. আস্থার প্রতিফলন: জনমতের মধ্য দিয়ে দেশের জনগণের আস্থার প্রতিফলন ঘটে। জনগণ যেভাবে চায়, জনমত সেভাবেই পরিচালিত হয়। তাই জনমত জনগণের আস্থা, পছন্দ ও চাওয়াকে ধারণ করে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ