• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব Importance of Public Opinion to Establish Good Governance

সুশাসন বলতে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ, স্বচ্ছ, ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থাকে বোঝায়। যে সরকার ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠিত হয় সেখানে সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হয়। যেহেতু জনমত হলো সচেতন ও সজ্ঞান জনগণের প্রভাবশালী মতামত, সেহেতু সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমত সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। জনমত সুশাসনের পক্ষে সংগঠিত হয়। আবার সুশাসনের পথে যা অন্তরায়, তার বিরুদ্ধে সোচ্চার হয়। তাই সুশাসন প্রতিষ্ঠায় জনমত সব সময় সক্রিয় ভূমিকা পালন করে।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় সরকার পদ্ধতিতে জনগণের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার এবং সংগঠিত হওয়ার স্বাধীনতা স্বীকৃত বিধায় জনমত বিকাশের সুযোগ রয়েছে। সুশাসনের একটি অন্যতম শর্ত হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই ব্যবস্থায় জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ পায়। মতামত প্রকাশের এরূপ সুযোগ সুশাসন প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন ও অগ্রগতির সাথে সুশাসন গভীরভাবে সম্পৃক্ত। স্বাধীন বিচার ব্যবস্থা, সরকারের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, উন্নয়নমুখী প্রশাসনের জন্য জনমত যত বেশি প্রবল হবে, সুশাসন প্রতিষ্ঠায় পথ তত বেশি সহজতর হবে বা সরকার সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট ও তৎপর হবে। তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জনমতের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। নিম্নে সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব আলোচনা করা হলো:

১. জনমত আইনের শাসন নিশ্চিত করে সুশাসনের জন্য আইনের শাসন খুব প্রয়োজন। আইনের শাসন যে দেশে বেশি কার্যকর সে দেশে সুশাসন ততো শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এর জন্য প্রয়োজন একটি যুক্তিভিত্তিক জনমত। জনমতের চাপে সরকার আইনের শাসন প্রতিষ্ঠার দিকে বিশেষ লক্ষ্য রাখে। আর কোনো সমাজে আইনের শাসন বাস্তবায়ন হলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

২. গণতন্ত্রকে শক্তিশালী করে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। আর গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা রক্ষায় জনমতের গুরুত্ব অত্যধিক। জনগণ যদি বুঝতে পারে রাষ্ট্রে কোনো প্রকার একনায়কতন্ত্র বা স্বৈরাচারের আশঙ্কা আছে তবে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী জনগণ গণতন্ত্রের পক্ষে অবস্থান গ্রহণ করে এবং স্বৈরাচারকে বিতাড়িত করে। যেমন-১৯৯০ সালে প্রবল জনমতের চাপে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছিল।

৩. জনমত সরকারের জবাবদিহতা নিশ্চিত করে সুশাসনের জন্য সরকারের জবাবদিহিতা একান্ত প্রয়োজন। জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার তার সকল কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। গণতন্ত্রে জনগণের অংশগ্রহণ ও জনমতের ভিত্তিতে সরকার পরিচালিত হয়। জনমতের বিপক্ষে গিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। তাই জনমত সরকারকে সব সময় জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য করে।

৪. জনমত মৌলিক অধিকার নিশ্চিত করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা না গেলে সুশাসনের কথা চিন্তাই করা যায় না। জনমত সরকারের উপর প্রভাব খাটিয়ে মৌলিক অধিকার নিশ্চিত করে।

৫. জবাবদিহিমূলক জনপ্রশাসন: সুশাসনের অন্যতম শর্ত হলো জবাবদিহিমূলক জনপ্রশাসন। জনমত প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে প্রশাসনকে তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকতে বাধ্য করে। জনমতের ভয়ে প্রশাসন গণ বিরোধী পদক্ষেপ গ্রহণে বিরত থাকে।

৬. সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুশাসনের জন্য মুক্ত ও স্বাধীন সংবাদ মাধ্যমের প্রয়োজন। জনমতের চাপে সরকার সংবাদ মাধ্যমের উপর কোনো হস্তক্ষেপ করতে পারে না। এভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করে জনমত সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে।

৭. দুর্নীতি রোধ করে: দুর্নীতি সুশাসনের শত্রু। দুর্নীতি সমাজকে কুলষিত করে রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে। তাই বর্তমানে সুশাসনের প্রবক্তরা দুর্নীতি প্রতিরোধের উপর বেশি জোর দিয়েছেন। দুর্নীতি প্রতিরোধে জনমতের গুরুত্ব অধিক। জনমত সরকারের উপর সরকারের আমলাদের উপর প্রভাব খাটিয়ে এবং চাপ প্রয়োগ করে দুর্নীতি রোধ করে থাকেন।

৮. স্বাধীন নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখে সুশাসনের জন্য অবশ্যই একটি দল নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিয়োগ দেয় সরকার। নিয়োগ দেওয়ার সময় সরকারকে সব সময় জনমতের দিকে লক্ষ্য রাখতে হয়। জনগণ যদি বুঝতে পারে নির্বাচন কমিশন সরকার দলীয় ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে বা নির্বাচন কমিশন স্বাধীন নয় তরে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠতে পারে। এভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রেখে জনমত সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে।

উপর্যুক্ত আলোচনায় স্পষ্টই প্রমাণিত হয় যে, সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব অপরিসীম। জনমত ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। জনমত ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সম্ভব। সম্ভব নয়। অন্যদিকে সুশাসন জনমতকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ