• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

রাজনৈতিক সংস্কৃতির ধারণা (Concept of Political Culture)

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ঐ ব্যবস্থার সদস্যদের এক ধরনের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি বা প্রবণতা পরিলক্ষিত হয়। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ব্যক্তিবর্গের ঐ সমস্ত আবেগ, অনুভূতি তথা মনোভাবের সমষ্টিগত রূপই হলো রাজনৈতিক সংস্কৃতি (Political Culture)। রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কিত ধারণার প্রথম প্রবক্তা জি. এ. অ্যালমন্ড (G. A. Almond)-এর মতে, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে, "কোনো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতির প্রতি মনোভাব ও দৃষ্টিভঙ্গির প্রতিকৃতি।" ("The pattern of individual attitudes and orientation toward politics shared by members of a political system.")

অর্থাৎ, প্রত্যেক দেশের রাজনৈতিক ব্যবস্থায় দেশের জনগণের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে প্রবণতা, অনুভূতি, মূল্যবোধ এবং মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক মূল্যবোধ বিদ্যমান থাকে যার সমন্বিত রূপই হলো রাজনৈতিক সংস্কৃতি। তবে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণে রাজনৈতিক সংস্কৃতির ধারণা তুলে ধরেছেন।

অ্যালান আর. বল (Alan R. Ball) বলেন, "রাজনৈতিক সংস্কৃতি সমাজের সেসব মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধকে নিয়ে গঠিত হয় যেগুলো রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ইস্যুর সাথে জড়িত।" ("A political culture is composed of the attitudes, belief, emotions and valuses of society that relate to the political system and political issues.") জি. এ. অ্যালমন্ড ও জি. বি. পাওয়েল (G. A. Almond & G. B. Powell)-এর মতে, "বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের মধ্যে রাজনীতির প্রতি ব্যক্তিগত মনোভাব ও দৃষ্টিভঙ্গিই হলো রাজনৈতিক সংস্কৃতি।" ("Political culture is the pattern of individual attitudes and orientations toward politics among the members of a political system."

সিডনি ভারবা (Sidney Verba) জনমত প্রসঙ্গে বলেন, "পরীক্ষিত বিশ্বাস, প্রকাশযোগ্য প্রতীক ও মূল্যবোধের সমষ্টিই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, যা রাজনৈতিক কার্যকলাপের পরিধি ব্যাখ্যা করে রাজনীতির মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে।"

লুসিয়ান পাই (Lucian W. Pye) বলেন, "রাজনৈতিক সংস্কৃতি বলতে কতকগুলো বিশ্বাস, মনোভাব ও মানসিক অনুভূতির সমষ্টিকে বোঝায়।" ("A political culture is the set of attitudes, beliefs, sentiment........")

তিনি এ সংস্কৃতির ধারণা সম্পর্কে আরও বলেন, "রাজনীতির মনস্তাত্ত্বিক ও ব্যক্তিগত মাত্রাবোধের সমন্বিত অভিব্যক্তিই হলো রাজনৈতিক সংস্কৃতি।" ("Political culture is this the manifestation in aggregate form of the psychological and subjective dimensions of politics.")

ডেনিস ক্যাডাং (Dennis Kavangh)-এর মতে, "রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক বিষয়াদির প্রতি নাগরিকের দৃষ্টিভঙ্গির এক সামগ্রিক বণ্টনব্যবস্থা।"

উপর্যুক্ত ধারণাগুলোর সারবস্তু হিসেবে বলা যায়, যেকোনো রাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের ধ্যান-ধারণা, মনোভাব, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমন্বিত রূপ হলো রাজনৈতিক সংস্কৃতি; যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। তবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনশীল। জনগণের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক ঘটনাপ্রবাহ, রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে আকস্মিকভাবে নয় বরং ধীরে ধীরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটে

সম্পর্কিত প্রশ্ন সমূহ