- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক সংস্কৃতি Political Culture
আধুনিককালে বিশেষত বিংশ শতাব্দীর শেষার্ধে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে ধারণাটি বিশেষ গুরুত্ব লাভকরেছে। যেকোনো রাষ্ট্রে বিভিন্ন ব্যক্তি ঐ রাষ্ট্রের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। কেউ কেউ বিদ্যমান ব্যবস্থার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আনুগত্য প্রকাশ করেন আবার কেউ কেউ তার আমূল পরিবর্তনে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হন। সামগ্রিক বিচারে এই দুধরনের দৃষ্টিভঙ্গির অস্তিত্ব থাকা সত্ত্বেও রাজনৈতিক তত্ত্বের আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা সংরক্ষণের উপর গুরুত্বারোপ করা হয়। তাই বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বিচার-বিশ্লেষণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানিগণ বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কিত দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। জি. এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা (G. A. Almand & Sidney Verba) লিখিত 'The Civic Culture' এবং জি. এ. অ্যালমন্ড ও জি. বি. পাওয়েল (G. A. Almond & G. B Powell) লিখিত 'Comparative Politics' গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বস্তুত কোনো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভের জন্য রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা শ্রেয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ