- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি Public Opinion and Political Culture
রাজনৈতিক সংস্কৃতির ধারণা সুপ্রাচীন। তবে অতি সাম্প্রতিককালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে এই ধারণা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতকে সুগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে দেশের জনগণ উন্নত রাজনৈতিক সংস্কৃতি ধারণ করে সে দেশের জনমত অত্যন্ত সুগঠিত এবং সৃদৃঢ় হয়। আর এজন্য এটা সুস্পষ্ট যে, রাজনৈতিক সংস্কৃতির গতিপ্রকৃতির উপর জনমতের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভরশীল। বিচ্ছিন্ন-বিশৃঙ্খল এবং অসংগঠিত জনমতকে সুশৃঙ্খল, সুসংঘবদ্ধ এবং সুসংগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য। একটি রাষ্ট্রের জনগণের রাজনৈতিক বিষয়ে জ্ঞান, চিন্তা-চেতনা, অনুভূতি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ যত প্রবল এবং ঘনিষ্ঠ হয় সে রাষ্ট্রের জনগণের মতামত ও জ্ঞানগর্ভ তত সুনিশ্চিত, কল্যাণকামী এবং প্রভাবশালী হয়। সুদৃঢ় এবং সুচিন্তিত জনমতের পেছনে উন্নত রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অপরিসীম।
নিম্নে জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:
জনমত | রাজনৈতিক সংস্কৃতি |
১। জনমত হলো কোনো রাজনৈতিক ব্যবস্থায় জনগণের সুচিন্তিত, যৌক্তিক মতের সমষ্টি। | ১। রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের মনোভাব, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমষ্টি। |
২। জনমত অপেক্ষাকৃত কম স্থায়ী। | ২। রাজনৈতিক সংস্কৃতি অপেক্ষাকৃত স্থায়ী। |
৩। জনমত ধীরে ধীরে কিংবা দ্রুত সংগঠিত হতে পারে। | ৩। রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে। |
৪। জনমত সৃষ্টির পেছনে বহির্বিশ্বের প্রভাবও থাকতে পারে। | ৪। রাজনৈতিক জনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে। |
সম্পর্কিত প্রশ্ন সমূহ