- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
ঐতিহাসিক আগরতলা মামলা (Historical Agartala case)
বঙ্গবন্ধুর ছয় দফা দাবি আইয়ুব খানের পক্ষে মেনে নেওয়া কখনো সম্ভব ছিল না। তাই ছয় দফাকে কেন্দ্র করে গড়ে ওঠে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক চেতনা, স্বাধিকার আন্দোলন। এ গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করার জন্য আইয়ুব খান-মোনেম খান নির্যাতন-নিপীড়ন শুরু করে। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষ ১৯৬৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে এক মামলা দায়ের করে। শাসকগোষ্ঠীর অভিযোগ ছিল, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের সহায়তায় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এক ষড়যন্ত্র করেছে। আগরতলা স্থানটির নাম অনুযায়ী এই মামলার নাম দেওয়া হয় আগরতলা মামলা। সরকারি নথিতে দায়েরকৃত এ মামলাকে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য মামলা নামে অভিহিত করা হয়। ১৯৬৮ সালের ১৯ জুন হাইকোর্টের বিচারপতিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠিত হয়। ছাত্র-জনতা এই মামলাকে পিণ্ডি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে। প্রকৃতপক্ষে শেখ মুজিবুর রহমানসহ আরও অনেক জন সৎসাহসী বাঙালি অফিসারকে দেশের শত্রু বলে চিহ্নিত করে তাঁদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে পূর্ব পাকিস্তানের স্বার্থ ও প্রতিবাদী আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল এ মামলার মুখ্য উদ্দেশ্য। ৩ জানুয়ারি ১৯৬৮, দায়ের করা এ মামলার আসামিদের নামের তালিকা:
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (গোপালগঞ্জ)
২। লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন (পিরোজপুর, বরিশাল)
৩। স্টুয়ার্ড মজিবর রহমান (মাদারীপুর)
-৪। এল. এস. সুলতান উদ্দিন আহমদ (নোয়াখালী)
৫। এল. এস. নূর মোহাম্মদ (ঢাকা)
৬। জনাব আহমেদ ফজলুর রহমান সি. এস. পি. (ঢাকা)
৭। ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ (নোয়াখালী)
৮। প্রাক্তন কর্পোরাল এ. এস. আবদুল সামাদ (বরিশাল)
৯। প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন (বরিশাল, বাকেরগঞ্জ)
১০। জনাব রুহুল কুদ্দুস সি. এস. পি. (খুলনা)
১১। ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (বরিশাল সদর)
১২। ভূপতিভূষণ চৌধুরী-আনিক চৌধুরী (চট্টগ্রাম)
১৩। বিধান কৃষ্ণ সেন (চট্টগ্রাম)
১৪। সুবেদার আবদুর রাজ্জাক (কুমিল্লা)
১৫। হাবিলদার মুজিবুর রহমান ই. পি. আর. টি. সি. ক্লার্ক (কুমিল্লা)
১৬। ফ্লাইট সার্জেন্ট আবদুর রাজ্জাক (কুমিল্লা)
১৭। সার্জেন্ট জহিরুল হক (নোয়াখালী)
১৮। মোহাম্মদ খুরশীদ (ফরিদপুর)
১৯। কে. এম. শামসুর রহমান সি. এস. পি. (ঢাকা)
২০। রিসালদার এ. কে. এম. শামসুল হক (ঢাকা)
২১। হাবিলদার আজিজুল হক (বরিশাল, ভোলা)
২২। মাহফুজুল বারী (নোয়াখালী)
২৩। সার্জেন্ট শামসুল হক (নোয়াখালী)
২৪। মেজর ডা. শামসুল আলম (ঢাকা)
২৫। ক্যাপ্টেন মোঃ আবদুল মুত্তালিব (ময়মনসিংহ)
২৬। ক্যাপ্টেন শওকত আলী (ফরিদপুর)
২৭। ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা (বরিশাল সদর)
২৮। ক্যাপ্টেন এ. এস. এম নুরুজ্জামান (বরিশাল)
২৯। ফ্লাইট সার্জেন্ট আবদুল জলিল (ঢাকা)
৩০। মাহবুব উদ্দিন চৌধুরী (সিলেট)
৩১। লে. এম. এস. এম. রহমান (যশোর)
৩২। সুবেদার এ. কে. এম. তাজুল ইসলাম (বরিশাল, ভান্ডারিয়া)
৩৩। মোহাম্মদ আলী রেজা (কুষ্টিয়া)
৩৪। ক্যাপ্টেন ডা. খুরশিদ উদ্দিন আহমেদ (ময়মনসিংহ)
৩৫। লে, আবদুর রউফ (ময়মনসিংহ
সম্পর্কিত প্রশ্ন সমূহ

