- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
আসাদুজ্জামান (১৯৪২--১৯৬৯)
আসাদুজ্জামান ১৯৪২ খ্রিষ্টাব্দের ১০ জুন নরসিংদী জেলাধীন শিবপুর থানার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্জ মাওলানা মোহাম্মদ আবু তাহের। আসাদ ১৯৬০ খ্রিষ্টাব্দে শিবপুর হাইস্কুল থেকে মেট্রিকুলেশন (বর্তমান এসএসসি) এবং ১৯৬৩ খ্রিষ্টাব্দে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে ১৯৬৬ খ্রিষ্টাব্দে বি. এ. অনার্স এবং ১৯৬৭ খ্রিষ্টাব্দে এম. এ. ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে তিনি সিটি 'ল' কলেজে এল, এল. বি.তে ভর্তি হন। এ সময় তিনি ছিলেন তৎকালীন কৃষক আন্দোলনের অন্যতম সংগঠক এবং মাওলানা ভাসানীর রাজনীতির অনুসারী। সাংগঠনিকভাবে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের 'ঢাকা হল' বর্তমান 'শহিদুল্লাহ হল' শাখার সভাপতি ছিলেন। ১৯৬৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। ২০ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে এক ছাত্রসভা আহ্বান করে। সভায় শহরের :বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র যোগদান করে। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলের এক অংশ মেডিকেল কলেজের সামনের রাস্তা ধরে চাঁনখাঁর পুলের দিকে অগ্রসর হলে পুলিশ গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে আসাদের বক্ষ বিদীর্ণ হয়। সাথে সাথে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এ হত্যাকাণ্ডে ২১ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালিত হয় এবং পল্টন ময়দানে এক বিশাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আসাদ হত্যার প্রতিবাদে ২২ ও ২৩ জানুয়ারি 'শোক দিবস' এবং ২৪ জানুয়ারি প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির শেষ দিনটি একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে রূপান্তরিত হয়। ফলে এ ঘটনার মাত্র দুমাসের মধ্যে আইয়ুব খানের একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা ও তাঁর সরকারের পতন ঘটে।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে একুশের মতোই এক গৌরবময় অর্জন। এই অর্জনের অন্যতম কাণ্ডারি মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তিনিই উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

