- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
মতিয়র রহমান (১৯৫৭-১৯৬৯)
১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানে ১২ বছরের যে শিশুটি শহিদ হন তিনি হলেন মতিযুর রহমান। ২৪ জানুয়ারি ১৯৫৭ খ্রিষ্টাব্দে মতিযুর ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা আজহার আলী মল্লিক একজন ব্যাংক কর্মচারী। মতিয়ুর রহমান ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।
১৯৬৯ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি আসাদ হত্যার প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে। ঢাকা নগরী মিছিলের নগরীতে পরিণত হয়। মিছিলের উপর পুলিশ গুলি চালালে ৬ জন নিহত এবং ১৪ জন আহত হয়। এই হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘট ডাক দেয়। ধর্মঘটের আহ্বানে সারা দিয়ে সর্বস্তরের ছাত্র-জনতা আন্দোলনে অংশগ্রহণ করে। ছাত্র-জনতার 'উপর পুলিশ গুলি চালালে মতিয়র রহমান শহিদ হন (২৪ জানুয়ারি, ১৯৬৯)। 'অকুতোভয় এই কিশোর মিছিলের পুরোভাগে থেকে বাঙালিদের অধিকারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। তার আত্মত্যাগে আন্দোলন আরও তীব্র হয়। মতিযুরের জীবন উৎসর্গ বৃথা যায়নি। গণঅভ্যুত্থান সফল হয়। গণ আন্দোলনের মুখে আইয়ুব সরকারের পতন ঘটে (২৫ মার্চ, ১৯৬৯)। মতিয়র বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম শহিদ।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

