- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
কর্ণাটকের তৃতীয় যুদ্ধ
তৃতীয় কর্ণাটকের যুদ্ধ উপমহাদেশের গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের অন্যতম। এটিই উপমহাদেশে ইঙ্গ-ফরাসি যুদ্ধের সর্বশেষ পর্ব। ইউরোপে সপ্ত বছরব্যাপী যুদ্ধ (১৭৫৬-১৭৬৩) আরম্ভ হলে দাক্ষিণাত্যে ইংরেজ ও ফরাসিদের মধ্যে পুনরায় যুদ্ধের দামামা বেজে ওঠে। ইতোমধ্যে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ইংরেজরা সাফল্য পেয়ে বাংলায় প্রভুত্ব স্থাপন করে ১৭৫৮ খ্রিষ্টাব্দে ডুপ্লের পরিবর্তে কাউন্ট লালী পণ্ডিচেরীর শাসনকর্তা নিযুক্ত হয়ে উপমহাদেশে আগমন করেন। তিনি ইংরেজদের মাদ্রাজ কুঠি আক্রমণের পরিকল্পনা করেন। কিন্তু ১৭৫৯ খ্রিষ্টাব্দে ইংরেজগণ ফরাসিদের মসলিমপট্টম দখল করে। ইংরেজ আক্রমণের বিরুদ্ধে পণ্ডিচেরী রক্ষা করা অসম্ভব দেখে সেখানকার ফরাসিরা আত্মসমর্পণ করে। ১৭৬৩ খ্রিষ্টাব্দে 'প্যারিস সন্ধি' মোতাবেক ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটলে ভারতীয় উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। ফরাসিরা তাদের হারানো কুঠি ফিরে পেল বটে, কিন্তু সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে বিলীন হয়ে গেল। ফলে ইংরেজদের পথ প্রশস্ত হলো। লালী স্বদেশে প্রত্যাবর্তন করলে তাঁকে কস্টিলের দুর্গে দুই বছর বন্দি জীবনযাপন করতে হয় এবং বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

