- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
বাংলায় নবাবি বংশ
বাংলার ইতিহাসে নবাবি বংশ একটি উল্লেখযোগ্য অধ্যায়। মুর্শিদ কুলী খান (১৭০৪-১৭২৭) বাংলার নবাবি বংশ প্রতিষ্ঠা করেন এবং নবাব বংশের শেষ শাসক নবাব সিরাজউদ্দৌলা ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর প্রান্তে পরাজয়ের মধ্য দিয়ে বাংলার নবাবি বংশের পরিসমাপ্তি ঘটে। ১৫৭৬ খ্রিষ্টাব্দের ১২ জুলাই 'রাজমহলের যুদ্ধে' আফগান বা পাঠান জাতির কররানী বংশের শেষ সুলতান দাউদ খান কররানীকে পরাজিত ও নিহত করে সম্রাট আকবর তথা মোগলরা বাংলা বিজয় করেন। এ যুদ্ধে জয়ের পর বাংলা মোগলদের প্রদেশে পরিণত হয় এবং মুঘলদের অধীনে সুবেদারি শাসন প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আকবরের জৈনপুরের শাসনকর্তা খান-ই খানান মুনীম খান। সে হিসেবে বাংলার প্রথম সুবেদার হন মুনীম খান (১৫৭৬)। এরপর ধারাবাহিকভাবে যারা বঙ্গদেশ শাসন করেছেন তারা হলেন-
২। খান-ই-জাহান (১৫৭৬-১৫৭৮ খ্রি.),
৩। মুজাফফর খা তুরবর্তী (১৫৭৮-১৫৮০ খ্রি.)
৪। রাজা টোডরমল (১৫৮০-১৫৮২ খ্রি.)
৫। খান-ই-আজম মীর্জা আজীজ কেকা (১৫৮২-১৫৮৪ খ্রি.)
৬। শাহবাজ খান (১৫৮৪-১৫৮৭ খ্রি.)
৭। রাজা মানসিংহ (১৫৮৭-১৬০৬ খ্রি.)।
সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে (১৬০৬-১৬২৮) ৯ জন সুবাদার ছিলেন। তারা হলেন-
১। কুতুবউদ্দিন কোকা (১৬০৬-১৬০৭)
২। জাহাঙ্গীর কুলী খান (১৬০৭-১৬০৮)
৩। ইসলাম খান (১৬০৮-১৬১৩)
৪। কাশিম খান (১৬১৩-১৬১৮)
৫। ইব্রাহীম খান (১৬১৮-১৬২২)
৬। শাহজাদা শাহজাহান (১৬২২-১৬২৫)
৭। খমজাদ খান (১৬২৫-১৬২৬)
৮। মুকারম খান (১৬২৬-১৬২৮)
৯। ফিদাই খান (১৬২৭-১৬২৮)।
সম্রাট শাহজাহানের শাসনামলে (১৬২৮-১৬৫৮) ৪ জন সুবাদার বাংলার শাসনকার্য পরিচালনা করেন। তারা হলেন-
১। কাশিম খান খোরাসানী (১৬২৮-১৬৩২)
২। আজিম খান (১৬৩২-১৬৩৭)
৩। ইসলাম খান মাশহাদী (১৬৩৭-১৬৩৯)
৪। শাহজাদা মুহম্মদ সুজা (১৬৩৯-১৬৬০)।
সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) ৯ জন সুবাদার বাংলার শাসনকার্য পরিচালনা করেন। তারা হলেন-
১। শাহজাদা মুহম্মদ সুজা (১৬৬০)
২। মীর জুমলা (১৬৬০-১৬৬৩)
৩। শায়েস্তা খান (১৬৬৩-১৬৭৭, ১৬৭৯-১৬৮৮)
৪। ফেদাই খান (১৬৭৮)
৫। সুলতান মুহাম্মদ আজিম (১৬৭৮-১৬৭৯)
৬। খান-ই-জাহান (১৬৮৮-১৬৮৯)
৭। ইব্রাহীম খান (১৬৮৯-১৬৯৭)
৮। আজিম-উস-শান (১৬৯৭-১৭০৪)
৯। মুর্শিদ কুলী খান (১৭০৪-১৭২৭)।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

