- হোম
- স্কুল ১-১২
- সাধারণ
- অষ্টম শ্রেণি
প্রবন্ধ রচনা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রবন্ধ রচনা
আমাদের বিদ্যালয়
ভূমিকা: যে স্থানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়, সে স্থানকে বিদ্যালয় বলা হয়। কারণ বিদ্যালয়ের মাধ্যমে ভূপ্রকৃতির প্রাথমিক জ্ঞান লাভ করা হয়। সুতরাং বিদ্যালয় শিক্ষা ও সভ্যতার গুরুত্বপূর্ণ স্থল।
বিদ্যালয়ের নাম ও অবস্থান: আমাদের বিদ্যালয়ের নাম 'আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়'। ১৯৫৮ সালে এ বিদ্যালয়টি আমঝুপি গ্রামের একদল শিক্ষানুরাগী ব্যক্তি প্রতিষ্ঠা করেন। তন্মধ্যে আনসার-উল-হক, আতর আলী মাস্টার, ফুটবলার লুৎফর রহমান উল্লেখযোগ্য। পরবর্তীকালে ফুটবলার লুৎফর রহমান এ স্কুলের 'সম্মানিত শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। আদর্শ শিক্ষক রূপে তাঁকে সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। তাঁর কতিপয় ছাত্র বলে থাকেন: "লুৎফর 'স্যার, বড়ো ভালো মানুষ ছিলেন। আদর্শ শিক্ষক ছিলেন।"
বিদ্যালয় ভবন: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে একটি এল টাইপ দোতলা ভবন রয়েছে। এ ভবনটির মধ্যে ২০টি কক্ষ আছে। পাশেই একটি ফুটবল খেলার মাঠ দেখা যায়। সবুজ-শ্যামল দৃশ্যের সারি আমাদের নয়ন-মন আকৃষ্ট করে।
বিদ্যালয়ের পরিবেশ: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। এর সম্মুখ দিকে জেলা শহরে যাওয়ার পাকা রাস্তা চলে গিয়েছে। আর এর দুপাশে সবুজ শস্যখেত দেখা যায়। মাঠ ভরা ফসল দেখে ছাত্র-ছাত্রীদের চোখ জুড়িয়ে যায়।
ছাত্রছাত্রী ও শিক্ষক: শিশু-কিশোর কোমলমতি অসংখ্য ছাত্রছাত্রীর কলরবে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়টি সবসময় মুখরিত থাকে। এখানে কর্মরত শিক্ষকগণ উচ্চ শিক্ষিত ও দক্ষ। আমাদের প্রধান শিক্ষক একজন গুণী ব্যক্তি। তিনি শৃঙ্খলতার মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের পরিচালনা করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ফলে ভালো শিক্ষা, চরিত্রগঠন ও স্বাস্থ্যসচেতন হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা।
ফলাফল: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি.সহ সকল পর্যায়ের ফলাফল খুবই ভালো। প্রতিবছর এ বিদ্যালয় থেকে অধিকাংশ পরীক্ষার্থী এ প্লাস (A+) অর্জন করে থাকে। আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী জিপিএ পাঁচ (GPA-5) লাভ করে। এছাড়া অন্যান্য কার্যক্রমেও এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করে থাকে। বিশেষ করে খেলাধুলা, বির্তক ও বই পড়া প্রতিযোগিতায় সবসময়ই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সুনাম কুড়িয়ে আনে।
উপসংহার: বিদ্যালয়ের প্রভূত সাফল্য রয়েছে। এখানে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী মিলে একটা পরিবার। তাই এখান থেকে যেকোনো কার্যক্রমে সফলতা আসে।