• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

একনায়কতন্ত্রের দোষাবলি (Demerits of Dictatorship)

একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় গুণের চেয়ে দোষের পরিমাণ বেশি। এ দোষ খুবই মারাত্মক। নিম্নে একনায়কতন্ত্রের দোষাবলি তুলে ধরা হলো:

১. দায়িত্বশীলতার অভাব একনায়কতন্ত্রে সমস্ত ক্ষমতা নেতা ও দলকে কেন্দ্র করে আর্বিভূত হয়। ফলে জনগণের মধ্যে কোনো দায়িত্ববোধ জন্মায় না। এজন্য জনগণ সুনাগরিকের গুণাবলির চর্চা ও অর্জনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না।

২. গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার একনায়কতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বদা অস্বীকার করে। একনায়ক জনগণের সম্মতির কোনো প্রয়োজন আছে বলে মনে করে না। এখানে একনায়কের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়। এজন্য একনায়কতন্ত্রে সহনশীলতার কোনো স্থান নেই।

৩. উগ্র বর্ণবাদী ও জাতীয়তাবাদী একনায়কতন্ত্র বর্ণবাদ ও উগ্র জাতীয়তাবাদ বিশ্বাস করে। হিটলারের ইহুদি বিদ্বেষ এবং জার্মান জাতীয়তাবাদে উগ্র বিশ্বাসের কথা সবার প্রায় জানা রয়েছে।

৪. যুদ্ধ ও সাম্রাজ্যবাদী এবং আন্তর্জাতিকতা বিরোধী: একনায়কতন্ত্র যুদ্ধবাদে ও সাম্রাজ্যবাদে বিশ্বাসী। এটি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় বিশ্বাস করে না। এজন্যই একনায়কতন্ত্র বিশ্বশান্তির প্রতি হুমকিস্বরূপ।

৫. সর্বাত্মকবাদী ও ব্যক্তিস্বাতন্ত্র্য বিরোধী: একনায়কতন্ত্র ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে বিসর্জন দেয়। ফলে ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হয় না বরং বাধাগ্রস্ত হয়।

৬. বিপ্লবের সম্ভাবনা একনায়কতন্ত্র বিরোধী রাজনৈতিক দল প্রকাশ্যভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। ফলে তারা গোপনভাবে রাজনৈতিক তৎপরতা চালায় এবং জনগণকে একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত করে। এজন্য একনায়কতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা রয়েছে।

৭. স্বৈরতন্ত্রের নামান্তর একনায়কতন্ত্র এক ব্যক্তি ও একদলের স্বৈরতান্ত্রিক শাসন। একনায়কগণ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তারা খেয়াল খুশিমতো শাসন ক্ষমতা পরিচালনা করে থাকেন।

৮. দুর্নীতির প্রসার সীমাহীন দুর্নীতির জন্ম দেয় একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রে কারও নিকট জবাবদিহি করতে হয় না বলে একনায়ক দুর্নীতিতে আষ্টে-পৃষ্ঠে বাঁধা পড়ে। লর্ড এ্যাকটন এজন্যই বলেছেন যে, "ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে এবং সীমাহীন ক্ষমতা মানুষকে সীমাহীনভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে" (Power corrupts men and absolute power corrupts absolutely.)

সম্পর্কিত প্রশ্ন সমূহ