• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

আইনসভার গঠন Composition of the Legislature

গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা এককক্ষবিশিষ্ট আবার দ্বিকক্ষবিশিষ্ট দু'রকমই হতে পারে। যেমন- আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভা 'কংগ্রেস' (Congress) দ্বিকক্ষবিশিষ্ট- (ক) সিনেট (Senate) ও (খ) প্রতিনিধি পরিষদ (House of Representative)। আবার, ইংল্যান্ডের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট- (ক) লর্ড সভা (House of Lords) ও (খ) কমন্স সভা (House of Commons); তেমনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত এবং সে দেশের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট (লোকসভা ও রাজ্যসভা)। আইনসভার গঠন সম্পর্কে সংবিধানে সুস্পষ্ট বিধান উল্লেখ থাকে। বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ এক কক্ষবিশিষ্ট যা বর্তমানে ৩০০ + ৫০ = ৩৫০ জন সদস্যের সমন্বয়ে গঠিত। সংবিধানের আলোকে ৩০০ জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

মহিলাদের জন্য সংরক্ষিত ৫০টি আসন জাতীয় সংসদ নির্বাচনে আসন লাভকারী রাজনৈতিক দলের আসনের আনুপাতিক হারে বণ্টন করা হয়। তেমনি লোকসভার কিংবা সিনেটের সদস্যরাও জনগণের ভোটে নির্বাচিত হন। মূলত কোনো কোনো দেশে এককক্ষবিশিষ্ট আইনসভা (Unicameral legislature) আবার কোনো কোনো দেশে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা (Bi-cameral legislative system) প্রচলিত আছে। বিভিন্ন দেশের আইনসভার গঠনপ্রণালি বিভিন্ন রকম। যেমন, যেসব দেশের আইনসভা এককক্ষবিশিষ্ট সেসব দেশের আইনসভার সদস্যগণ সর্বজনীন প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

আবার, কোনো কোনো দেশের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট এবং এর সদস্যগণ উত্তরাধিকারসূত্রে, মনোনয়নের মাধ্যমে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ