• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলি (Conditions for the Success of Federal Government)

যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সাফল্যের জন্য বেশ কয়েকটি শর্তাবলি অবশ্যই পালন করতে হয়। নিমে যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তসমূহ আলোচনা করা হলো:

১. ভৌগোলিক সান্নিধ্য ভৌগোলিক সান্নিধ্য বা অখণ্ডতা যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের অন্যতম মাপকাঠি। স্বাধীনতা-পূর্ব কালে বর্তমান আমেরিকার যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য পাশাপাশি অবস্থিত থাকায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন এবং একটি যুক্তরাষ্ট্র গঠন করে। ধর্মের বন্ধন থাকা সত্ত্বেও ভৌগোলিক অসংলগ্নতার কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণ স্বাধীন হয়।

২. যুক্তরাষ্ট্রীয় মনোভাব যুক্তরাষ্ট্রের সরকারের সাফল্যের প্রথম ও প্রধান শর্ত হলো 'যুক্তরাষ্ট্রীয় মনোভাব'। কেন্দ্রমুখী প্রবণতা (Centripetal tendency) এবং কেন্দ্রবিমুখী প্রবণতা (Centrifugal tendency) হলো এ সরকারের দুটি অন্যতম দিক। ঐক্যবদ্ধ হবার ইচ্ছার পাশাপাশি যখন প্রদেশ বা অঞ্চলগুলোর মধ্যে নিজ নিজ স্বাতন্ত্র্য রক্ষার বাসনা প্রবল থাকে তখন 'যুক্তরাষ্ট্রীয় মনোভাব' সৃষ্টি হয়।

৩. ভাষা ও সংস্কৃতিগত ঐক্য যখন বিভিন্ন প্রদেশ বা অঙ্গরাজ্যের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য সংস্কৃতি তাদেরকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে তখন তাদের মধ্যে জাতীয় ঐক্যভাব গড়ে ওঠে। ভাষা ও সংস্কৃতিগত ভিন্নতার কারণেই পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং বাংলাদেশ স্বাধীন হয়। তাই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রদেশ বা য়। তাই অঙ্গরাজ্যগুলোর জনগণের মধ্যে ভাষা সংস্কৃতিগত ঐক্য থাকা প্রয়োজন।

৪. রাজনৈতিক সচেতনতা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা সর্বাপেক্ষা জটিল শাসনব্যবস্থা বলে পরিচিত। তাই এর সফলতার জন্য জনগণের রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা, রাজনৈতিক প্রজ্ঞা, সজাগতা এবং আত্মত্যাগের মনোভাব থাকা অত্যন্ত প্রয়োজন।

৫. সৎ ও সুযোগ্য নেতৃত্ব সৎ, দেশপ্রেমিক ও সুযোগ্য নেতৃত্ব ছাড়া যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফল হয় না। জর্জ ওয়াশিংটন, ম্যাডিসন, হ্যামিল্টন, জেফারসন ও লিঙ্কনের মত সুযোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন নেতারা পৃথিবীর বুকে প্রথম যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।

৬. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্য অর্জনে এর সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় হতে হবে। আর সংবিধানের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য রক্ষার জন্য সংবিধানকে স্পষ্ট করে তুলতে হবে।

৭. স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য যথাযথভাবে রক্ষিত হচ্ছে কি না তা দেখার জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় স্বাধীন, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়। তাই একে সংবিধানের রক্ষক ও অভিভাবক হিসেবে প্রয়োজনীয় ভূমিকা পালনের দায়িত্ব প্রদান করা উচিত।

৮. সাংবিধানিক প্রাধান্য: সাংবিধানিক প্রাধান্য না থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফল হতে পারে না। কেননা যুক্তরাষ্ট্রের সংবিধানই হচ্ছে জনগণের রক্ষক ও অভিভাবক।

৯. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা: যুক্তরাষ্ট্রীয় প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর জন্য দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা থাকাই বাঞ্ছনীয় উচ্চকক্ষ প্রদেশ বা অঙ্গরাজ্যের স্বার্থ দেখাশোনা করবে। বর্তমানে অধিকাংশ যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ