• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি (Merits of Presidential Form of Government)

রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাও অন্যান্য শাসনব্যবস্থার ন্যায় কিছু গুণাবলি পরিলক্ষিত হয়। নিম্নে রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি তুলে ধরা হলো:

১. স্থায়িত্ব: এ সরকার অন্যান্য সরকারের তুলনায় স্থায়ী হয়। যখন-তখন সরকার পরিবর্তনের মতো দূরবস্থার শিকার হতে হয় না। নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট নির্বিঘ্নে ও অবাধে সরকার পরিচালনা করেন।

২. আইনসভার প্রভাবমুক্ত শাসন বিভাগ: রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিগণ সংসদ সদস্যদের চাপমুক্ত থাকে। ফলে তারা নিরপেক্ষ ও স্বাধীনভাবে সরকারের নিয়মনীতি প্রয়োগ করতে পারে।

৩. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ: রাষ্ট্রপতি শাসিত সরকার দ্রুত, কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। কেননা এ সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইনসভার ওপর নির্ভর করতে হয় না

৪. জরুরি অবস্থা মোকবিলায় উপযোগী রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত থাকেন। ফলে যুদ্ধ, আন্তর্জাতিক সংকট ও জরুরি অবস্থা মোকাবিলায় রাষ্ট্রপতি এককভাবে এবং অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন।

৫. অনুন্নত রাষ্ট্রের জন্য উপযোগী: যেসব অনুন্নত দেশে সুষ্ঠু দ্বি-দলীয় ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি সেসব দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষাকৃত স্থায়ী ও কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে।

৬. বহুদলীয় ব্যবস্থায় উপযোগী বহুদলীয় ব্যবস্থায় যখন এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তখন 'কোয়ালিশন সরকার' গঠন করতে বাধ্য হয়। কোয়ালিশন সরকার দুর্বল ও ক্ষণস্থায়ী হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার অধিক স্থায়ী ও শক্তিশালী হয়।

৭. দলীয় মনোভাব প্রশমিত হয় রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নিজের পছন্দমত মন্ত্রী নিয়োগ করেন। মন্ত্রিগণ আইনসভার পরিবর্তে সরাসরি রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। আইন পরিষদের আস্থা-অনাস্থার ওপর শাসন বিভাগকে তাই নির্ভরশীল থাকতে হয় না। ফলে রাষ্ট্রপরিচালনায় দলীয় মনোভাব অনেকটা প্রশমিত হয়।

৮. ক্ষমতার স্বতন্ত্রীকরণ: রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ওপর প্রতিষ্ঠিত। ক্ষমতা স্বতন্ত্রীকরণের কারণে শাসন বিভাগ স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ফলে জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারে।

৯. দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমাবেশ ঘটে: রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রীপদে এবং অভিজ্ঞ ব্যক্তিদেরকে তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করতে পারেন। এক্ষেত্রে তাঁকে আইনসভার বা দলীয় সিদ্ধান্তের বা সমর্থনের ওপর নির্ভর করতে হয় না।

সম্পর্কিত প্রশ্ন সমূহ