- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
বিচার বিভাগ The Judiciary
সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। রাষ্ট্র মানুষের অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশের পথকে সুগম করে। আর সরকারের বিচার বিভাগ মানুষের অধিকার সংরক্ষণ করে ন্যায়বিচার নিশ্চিত করে। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে।
অধ্যাপক হেনরি সিজউইক বলেন, "বিচার বিভাগ হচ্ছে সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা প্রদান করে এবং আইন প্রয়োগ করে থাকে।" রাষ্ট্রবিজ্ঞানী উইলোবী (Willoughby)-এর মতে, "বিচার বিভাগ হলো সরকারের সেই বিভাগ, যে বিভাগ অপরাধীদের শাস্তি প্রদান করে এবং নির্দোষ ব্যক্তিকে মুক্তি দেয়।" অতএব, একটি রাষ্ট্রে সরকারের বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগের অন্য আরেকটি পরিচয় হলো এটি সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে।
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ জনগণের স্বাধীনতা, মৌলিক অধিকার সংরক্ষণ, আইনের শাসন কায়েমের মাধ্যমে জনগণের স্বার্থরক্ষায় গুরু দায়িত্ব পালন করে। একটি দেশের শাসন ব্যবস্থার উৎকর্ষতা নির্ণয়ের ক্ষেত্রে বিচার বিভাগের দক্ষতা অন্যতম মাপকাঠি হিসেবে কাজ করে। এজন্য লর্ড ব্রাইস বলেন, "বিচার বিভাগের কর্ম-কুশলতা অপেক্ষা কোনো সরকারের যোগ্যতা বিচারের অধিকতর উপযোগী মানদণ্ড আর নেই।" বিচার বিভাগ সরকারকে সংবিধান নির্দেশিত পথে চলতে বাধ্য করে। বিচার বিভাগ সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে ন্যায়বিচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ