- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য (Characteristics of the Unitary Form of Government)
আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বেশ পরিচিত ধারণা। অন্যান্য সরকার ব্যবস্থার ন্যায় এ সরকার ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। নিম্নে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য আলোচনা করা হলো:
১. কেন্দ্রীভূত ক্ষমতা এককেন্দ্রিক সরকারে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটি মাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এর মাধ্যমেই সরকার তার প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো পরিচালনা করে থাকে।
২. সুপরিবর্তনীয় সংবিধান এককেন্দ্রিক সরকারে সংবিধান সাধারণত সুপরিবর্তনীয় হয়। এ সংবিধান সংশোধনের জন্য কোনো জটিল পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয় না। ফলে সহজে সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়।
৩. একক আনুগত্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থার একটি অন্যতম দিক হলো একক আনুগত্যতা। এ ধরনের শাসনব্যবস্থায় জনগণ শুধু কেন্দ্রীয় শাসনে প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকে।
৪. প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব এককেন্দ্রিক শাসনব্যবস্থায় প্রদেশগুলো বা অঞ্চলগুলো স্বায়ত্তশাসন ভোগ করে না। কেননা কেন্দ্রীয় সরকার তাদের কাজে হস্তক্ষেপ করে থাকে।
৫. প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র এককেন্দ্রিক সরকারে প্রদেশগুলো কেন্দ্রের 'এজেন্ট' হিসেবে কাজ করে। প্রয়োজনবোধে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের ক্ষমতার হ্রাস-বৃদ্ধি করতে পারে।
৬. কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বণ্টন: এককেন্দ্রিক শাসনব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিকট দায়ী থাকে। কেননা এ সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার খেয়ালখুশিমতো প্রদেশের বা অঞ্চলগুলোর ক্ষমতা কমাতে বা বাড়াতে পারে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ