- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য (Characteristics of Parliamentary Form of Government)
বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থা একটি অতি জনপ্রিয় শাসনব্যবস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। নিম্নে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো:
১. আইনসভার প্রাধান্য সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা শাসন কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করেন।
২. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান নামমাত্র বা নিয়মতান্ত্রিক শাসক। এ সরকারের প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। তখন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পরামর্শ ছাড়া সাধারণত কিছু করেন না।
৩. দায়িত্বশীল শাসন: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের নিকট দায়ী থাকে। এ সময় আইনসভা আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য হয়।
৪. মন্ত্রিগণ আইনসভার সদস্য সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। কোনো মন্ত্রি আইনসভার সদস্য না হলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনসভার সদস্য নির্বাচিত হতে হয়।
৫. ক্ষমতার একত্রীকরণ: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইন পরিষদের একটি অংশ নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। তখন শাসন ও আইন বিভাগীয় ক্ষমতার একত্রীকরণ ঘটে। ফলে একই ব্যক্তির হাতে আইন প্রণয়ন ও শাসন সংক্রান্ত ক্ষমতা ন্যস্ত হয়।
৬. নমনীয়তা: সংসদীয় সরকার সাধারণত নমনীয় প্রকৃতির হয়। কেননা সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যেকোনো নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন বা পরিবর্তন এবং অনাস্থা এনে সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়।
৭. দলীয় শাসন: সংসদীয় শাসনব্যবস্থা মূলত দলীয় শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় সংসদ বা আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। অন্য দলগুলো আইনসভায় বিরোধীদলের ভূমিকা পালন করে।
৮. প্রতিনিধিত্বমূলক শাসন সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রতিনিধিত্বমূলক হয়। এ সরকার ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে সরকার গঠিত হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ