- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দোষাবলি (Demerits of Cabinet Form of Government)
কোনো সরকার ব্যবস্থা দোষ মুক্ত নয়। সকল সরকার ব্যবস্থায় কমবেশি দোষ রয়েছে। নিম্নে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দোষাবলি তুলে ধরা হলো:
১. মন্ত্রিপরিষদের একনায়কত্ব সংসদীয় সরকার ব্যবস্থায় দলীয় শৃঙ্খলার কারণে 'আইনসভার সার্বভৌমত্ব' প্রতিষ্ঠিত হয় না। তবে এখানে 'মন্ত্রিসভার একনায়কত্ব' প্রতিষ্ঠিত হয়।
২. দলীয় স্বার্থের প্রাধান্য সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় স্বার্থ অপেক্ষা অনেক সময় দলীয় স্বার্থই প্রাধান্য পায়। বরং এখানে গঠনমূলক সমালোচনার পরিবর্তে 'বিরোধিতার খাতিরে বিরোধিতা' নীতি বা দলাদলি প্রাধান্য পায়।
৩. স্থিতিশীলতার অভাব সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। ফলে সরকারের স্থিতিশীলতা বিনষ্ট হবার সম্ভাবনা থাকে।
৪. জরুরি অবস্থায় অনুপযোগী সংসদীয় সরকার ব্যবস্থায় সকল সিদ্ধান্ত মন্ত্রিসভার দীর্ঘ আলোচনার পর গৃহীত হয়। এজন্য সরকার জরুরি অবস্থা মোকাবিলার জন্য অনুপযোগী।
৫. সদ্য স্বাধীন ও অনুন্নত দেশের জন্য অনুপযোগী সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে যেখানে শিক্ষিত জনগণের সংখ্যা কম, সুনাগরিকের অভাব রয়েছে; জনগণ রাজনৈতিক দিক থেকে অসচেতন ও অসহিষ্ণু, সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য নেই, সুসংগঠিত রাজনৈতিক দল নেই; সেসব দেশে এ ধরনের সরকার সহজে সফলকাম হতে পারে না।
৬.' ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য। ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয় না।
৭. অস্থিতিশীল যুক্তফ্রন্ট গঠনের ঝুঁকি সংসদীয় শাসনব্যবস্থায় অনেক সময় কোনো দলের পক্ষেই এক দলীয় মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয় না। তখন সমমনা কয়েকটি দলের উদ্যোগে মন্ত্রিসভা গঠিত হয়। এরূপ 'কোয়াি হয় না।
সম্পর্কিত প্রশ্ন সমূহ