• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

এককেন্দ্রিক সরকারের গুণাবলি (Merits of Unitary Form of Government)

এককেন্দ্রিক সরকার একটি জনপ্রিয় সরকার ব্যবস্থা। অন্যান্য সরকার ব্যবস্থার ন্যায় এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কোনো কোনো ক্ষেত্রে উত্তম প্রকৃতির হয়। নিম্নে এককেন্দ্রিক সরকারের গুণাবলি তুলে ধরা হলো:

১. নমনীয় প্রকৃতির এককেন্দ্রিক শাসনব্যবস্থা নমনীয় প্রকৃতির হয়। কেননা এ সরকারে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে এ সরকার পরিস্থিতি অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত নিতে সক্ষম।

২. রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতার অধিকারী বলে রাষ্ট্রীয় ঐক্য সৃষ্টি করা সহজ হয়। জনগণ আঞ্চলিক আনুগত্যের প্রভাবে প্রভাবান্বিত হয় না।

৩. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব এককেন্দ্রিক সরকারে রাষ্ট্রীয় ক্ষমতা এক কেন্দ্র থেকে পরিচালিত হয় বলে যেকোনো জরুরি প্রয়োজনে বলিষ্ঠ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

৪. অপচয় রোধ: এককেন্দ্রিক শাসনব্যবস্থা সরকারি খরচের অপচয় রোধ করে। এককেন্দ্রিক সরকার সহজসরল রাষ্ট্র কাঠামো গড়ে তোলে এবং একটিমাত্র কেন্দ্র থেকে সরকারের সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। ফলে অপচয় রোধ হয়।

৫. ক্ষুদ্র রাষ্ট্রে উপযোগী অপেক্ষাকৃত ছোট বা ক্ষুদ্র রাষ্ট্র এককেন্দ্রিক সরকারের উপযোগী। কেননা এ শাসনব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়।

৬. জাতীয় সংহতি: এই শাসনব্যবস্থায় দ্বিনাগরিকত্বের অবকাশ নেই বলে সুসংহত রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে জাতীয় সংহতি জোরদার হয় এবং জনগণ গভীর ভ্রাতৃত্ব ও একতার বন্ধনে আবদ্ধ হয়।

৭. সুষ্ঠু শাসনের নিশ্চয়তা: এককেন্দ্রিক শাসনব্যবস্থা সাংবিধানিক সংকট ও প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত। ফলে এই শাসনব্যবস্থার মাধ্যমে একটি দেশে সুষ্ঠু শাসন পরিচালনা করা সম্ভব হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ