• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলি (Merits of Federal Government)

যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটি সমন্বিত শাসনব্যবস্থা। অন্যান্য সরকার ব্যবস্থার ন্যায় এ সরকার ব্যবস্থারও কতকগুলো গুণাবলি রয়েছে। নিম্নে যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলি তুলে ধরা হলো:

১. কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস স্থানীয় বা আঞ্চলিক বিষয় সংক্রান্ত কাজ অঙ্গরাজ্যের ওপর ন্যস্ত হলে কেন্দ্রীয় সরকার জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে নিজেকে নিয়োজিত রাখতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারের বাড়তি কাজের চাপ কমে যায়।

২. জাতীয় সংহতি ও স্থিতিশীলতা অর্জন: যুক্তরাষ্ট্রীয় মনোভাব বিদ্যমান থাকায় যুক্তরাষ্ট্রে জনগণের মধ্যে জাতীয় সংহতি বৃদ্ধি পায়। ফলে সরকার ও রাষ্ট্রের স্থিতিশীলতা ও শক্তি বৃদ্ধি পায়।

৩. বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী বৃহৎ রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার খুবই কার্যকর ও উপযোগী। কেননা যুক্তরাষ্ট্রীয় সরকার দুই বিপরীতমুখী প্রবণতাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। একদিকে একটি রাষ্ট্রে যুক্ত হতে চায়, অন্যদিকে আঞ্চলিক স্বকীয়তা বজায় রাখতে চায়।

৪. শক্তিশালী রাষ্ট্র গঠন: পাশাপাশি অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হবার জন্য এবং দ্রুত উন্নতি লাভের আশায় একটি যুক্তরাষ্ট্র গঠন করে। ফলে ছোট ছোট রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র গঠন করে শক্তিশালী ও বৃহৎ রাষ্ট্রের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে।

৫. আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার ঘটে। ফলে প্রতিটি প্রদেশের জনসাধারণের মধ্যে স্বায়ত্তশাসনের অভিজ্ঞতারও ব্যাপ্তি ঘটে।

৬. রাজনৈতিক চেতনা বৃদ্ধি: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার একটি অন্যতম গুণ হলো জনসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা। কেননা এই শাসনব্যবস্থা যেমন জনগণকে নিজ অঙ্গরাজ্যের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন করে তেমনিভাবে জাতীয় অধিকারও কর্তব্য সম্বন্ধেও সচেতন করে।

৭. স্থানীয় সমস্যার সমাধান: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় স্থানীয় সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে, স্থানীয় বা প্রাদেশিক সরকার কর্তৃক সমাধান করা হয়। এজন্য কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হয় না। ফলে দ্রুত সমস্যা সমাধান হয় এবং কেন্দ্রীয় সরকারেও চাপ হ্রাস পায়।

৮. স্থানীয় নেতৃত্বের বিকাশ: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিটি প্রদেশে পৃথক সরকার প্রতিষ্ঠিত হয়। প্রাদেশিক শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ থাকে। ফলে প্রদেশগুলোতে নিজস্ব রাজনীতি বিকশিত হওয়ার মধ্যদিয়ে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ