- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
বিচার বিভাগের গঠন (Composition of the Judiciary)
রাষ্ট্রের তিনটি অঙ্গ বা বিভাগের মধ্যে অন্যতম হলো বিচার বিভাগ। সব দেশের বিচার বিভাগের সাংগঠনিক রূপ প্রায় একই রকম। নিচে বিচার বিভাগের গঠন দেখানো হলো:
১. নিম্ন আদালত: নিম্ন আদালত দুভাগে বিভক্ত। যথা: (ক) ফৌজদারি আদালত ও (খ) দেওয়ানি আদালত।
(ক) ফৌজদারি আদালত ফৌজদারি আদালতে জনগণের বিভিন্ন ধরনের অপরাধের বিচার করা হয়।
(খ) দেওয়ানি আদালত এ আদালতে জনগণের সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিচার করা হয়।
২. মাধ্যমিক স্তরের আদালত: মাধ্যমিক স্তরের আদালতে মূলত নিম্ন আদালতে প্রদত্ত রায়ের পুনর্বিবেচনার জন্য জেলা জজ আদালতসমূহে আপিল করা হয়। এসব আদালতে বড় বড় মামলার প্রথম শুনানী ও বিচার করা হয়। এ স্তরে ফৌজদারি ও দেওয়ানি আদালত কার্যকর থাকে। মাধ্যমিক স্তরে দেওয়ানি মামলার জন্য "জেলা জজ আদালত" এবং ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য "দায়রা জজ আদালত" রয়েছে। এছাড়া রয়েছে অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ আদালত। বর্তমানে আমাদের দেশে দায়রা জজ আদালতের সমপর্যায়ের "নারী ও শিশু নির্যাতন দমন আদালত" নামে একটি বিশেষ আদালত গঠন করা হয়েছে।
৩. উচ্চ আদালত: উচ্চ আদালত দেশের সর্বোচ্চ বিচারালয়। এ স্তরে মূলত মাধ্যমিক স্তরের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ও বিচার করা হয় এবং বড় অঙ্কের মূল্য জড়িত মামলা পরিচালনা ও সাংবিধানিক প্রশ্ন সংক্রান্ত বিষয়ের মামলার বিচার করা হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত।
সম্পর্কিত প্রশ্ন সমূহ