• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব (Inportance of separation of power)

প্রত্যেক রাষ্ট্রের সরকার কাঠামোয় তিনটি অপরিহার্য বিভাগ রয়েছে যেগুলো সরকারের অঙ্গ-সংগঠন হিসেবে পরিচিত। সরকারের যাবতীয় কর্মকাণ্ড এই তিনটি বিভাগের মাধ্যমে সম্পাদিত হয়। বিভাগ তিনটি হলো- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সরকারের এই তিন বিভাগের কাজ সুনির্দিষ্ট এবং পৃথক। যেমন- আইন বিভাগের কাজ আইন প্রণয়ন, আইন
সংশোধন, আইন পরিবর্তন কিংবা বাতিল করা এবং সংবিধান সংশোধন করা।

শাসন বিভাগের কাজ হলো আইন অনুযায়ী রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিধান করা। তেমনিভাবে বিচার বিভাগের কাজ হলো প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর শাস্তি বিধানের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হলো সরকারের তিনটি বিভাগ তাদের স্ব-স্ব কর্মের সাথে সম্পৃক্ত থেকে স্ব-স্ব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে, এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ কিংবা প্রভাব বিস্তার করতে পারবে না।

বাস্তবে এই নীতির পূর্ণ প্রয়োগ সম্ভব নয়। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এই নীতির প্রয়োগ কিছুটা সম্ভব হলেও সংসদীয় ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের ক্ষমতা একই ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। অন্যদিকে পূর্ণ স্বতন্ত্রীকরণ ঘটলে সরকারের বিভিন্ন বিভাগ চরম ক্ষমতা পেয়ে স্বৈরাচারী হয়ে উঠবে। এজন্য প্রয়োজন ভারসাম্য ব্যবস্থা এবং বিভাগগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। এজন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতির গুরুত্ব অত্যধিক।

সম্পর্কিত প্রশ্ন সমূহ