• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ

বিচার বিভাগের গুরুত্ব (Importance of the Judiciary)

আধুনিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অত্যধিক। বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতা ও অধিকার উপভোগের পূর্বশর্ত। এ সম্পর্কে লর্ড ব্রাইস (Lord Bryce) বলেন, "কোনো জাতি রাজনৈতিক সভ্যতার কোন স্তরে আছে, তা নির্ণয় করার সবচেয়ে ভালো উপায় নাগরিকদের পরস্পরের মধ্যে এবং সরকারি কর্মচারী ও নাগরিকদের মধ্যে বিচার ব্যবস্থা কতটা ন্যায়ানুমোদিত ও আইনসঙ্গত তা বিচার করে দেখা।"

আমেরিকার আইন বিশেষজ্ঞ রাউলে (Rawle) বলেন, "বিচার বিভাগ অপরিহার্য, কেননা এটি দ্বারাই অধিকার প্রতিষ্ঠা করা হয়, অন্যায়ের শাস্তি বিধান করা হয়, ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয় এবং নির্দোষ ব্যক্তিকে অন্যের হস্তক্ষেপ ও অন্যায় হতে রক্ষা করা যায়।" ("It is indispensable that there should be a judicial department to ascertain and decide rights, to punish crimes. to administer justice and to protect the innocent form the injury and usurpation.")

সুতরাং ব্যক্তিস্বাতন্ত্র্য ও ব্যক্তি অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংবিধানকে সমুন্নত রাখতে বিচার বিভাগ অপরিহার্য। লর্ড ব্রাইস (Lord Bryce) বলেন, "সরকারের উৎকর্ষতা পরিমাপের জন্য বিচার বিভাগের দক্ষতার চেয়ে উৎকৃষ্টতর কোনো মাপকাঠি নেই।" ("There is no better test of the excellence of a government than the efficiency of its Judiciary system.") সংবিধানকে সমুন্নতকরণ, নাগরিক অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা সর্বোপরি সংবিধানের অভিভাবক হিসেবে সকল শাসন ব্যবস্থায়ই বিচার বিভাগের গুরুত্ব রয়েছে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ