- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষাবলি (Demerits of Federal Government)
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কতকগুলো গুণাবলির পাশাপাশি দোষাবলিও রয়েছে। এ সরকার ব্যবস্থার সাধারণত যেসব দোষাবলি দেখা যায় তা হলো নিম্নরূপ:
১. সরকার দুর্বল হয় যুক্তরাষ্ট্রীয় সরকার অনেক সময় দুর্বল সরকারে পরিণত হয়। কেননা এ সরকার ব্যবস্থায় প্রদেশ ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয়। ফলে কেন্দ্রের পক্ষে বলিষ্ঠ ও দ্রুত শাসনকার্য পরিচালনা করা সম্ভব হয় না।
২. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব সুদূরপ্রসারী রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত ও বাধাগ্রস্ত হয়। ফলে জনকল্যাণ বিঘ্নিত হওয়ায় রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে।
৩. শাসনতান্ত্রিক জটিলতা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা শাসনতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে। কেননা এর প্রতিটি অঙ্গরাজ্য নিজ নিজ বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন। এজন্য এক অঙ্গরাজ্যের অধিবাসী অন্য অঙ্গরাজ্যে গিয়ে বিপরীতমুখী আইনের সম্মুখীন হয়ে বিব্রত অবস্থায় পড়তে পারেন।
৪. ব্যয়বহুল: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল প্রকৃতির। এ ব্যবস্থায় দ্বৈত সরকারের কাঠামো তৈরি করতে ও বজায় রাখতে গিয়ে অনেক বাহুল্য খরচের সম্মুখীন হতে হয়। যা সরকারের ওপর অনেক বাড়তি চাপ সৃষ্টি করে।
৫. অনমনীয়তা: যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় ও অনমনীয়। এরূপ সংবিধান পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াতে অনেক সময় ব্যর্থ হয়। ফলে জটিলতার সৃষ্টি হয়।
৬. জটিল পদ্ধতি: যুক্তরাষ্ট্রীয় শাসন পদ্ধতি জটিল। এ কারণে জনগণ শিক্ষিত ও রাজনৈতিক দিক থেকে সচেতন না হলে এবং তাদের মধ্যে 'যুক্তরাষ্ট্রীয় মনোভাব' শক্তিশালী না হলে এই সরকার ব্যবস্থা ব্যর্থ হতে পারে। জরুরি অবস্থা মোকবেলায় রাষ্ট্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
৭. জরুরি অবস্থার জন্য অনুপযোগী অনেক সময় প্রকৃতিগত জটিলতার কারণে দ্রুত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়।
৮. নাগরিকদের ঔদাসীন্য বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রীয় শাসনের জটিলতার জন্য অনেকে এই শাসনব্যবস্থার প্রতি উদাসীন হয়ে থাকে। ফলে জনগণের উদাসীনতা আস্তে আস্তে রাষ্ট্রকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ