• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

ভারতীয় কাউন্সিল আইন, ১৮৬১

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। ১৮৫৮ সালে ব্রিটিশ মহারানির রাজকীয় ঘোষণার মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘোষণা করা হয়। ভারত সম্পর্কিত যাবতীয় আইন প্রণয়নের ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের ওপর ন্যস্ত করা হয়। ভারতবর্ষের জনগণকে শাসনকার্যের সঙ্গে সংশ্লিষ্ট করার অভিপ্রায়ে এবং এর মাধ্যমে শাসক-শাসিতের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে যেসব আইন পাশ করে তার মধ্যে ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন অন্যতম। এ আইনকে ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ইতিহাসে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা (Landmark) বলা যেতে পারে। ১৮৬১ সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড কানিং (Lord Canning) এক পত্রের মাধ্যমে ভারত সচিবকে শাসন পরিষদে 'পোর্টফোলিও (Portfolio) নিয়ম' প্রবর্তন এবং শাসন পরিষদ পুনর্গঠনের পরামর্শ দেন। লর্ড কানিং-এর সুপারিশের প্রেক্ষিতে স্যার চার্লস উড (Sir Charles Wood) ব্রিটিশ কমন্স সভায় একটি বিল উত্থাপন করেন। আর এ বিলটিই ১৮৬১ সালের ১ আগস্ট ব্রিটেনের রানির সম্মতিপ্রাপ্ত হয়ে আইনে পরিণত হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ