• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল

১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালের ১ এপ্রিল থেকে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করার লক্ষ্যে ১৯৩৭সালে ফেব্রুয়ারি মাসে প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রাদেশিক আইনসভাগুলোর নিম্ন কক্ষে মোট ১,৫৮৫টি আসনের মধ্যে কংগ্রেস ৭০৬টি আসন লাভ করে। প্রাদেশিক আইনসভার ৪৯১টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র ১০৮টি আসন লাভ করে।

এ নির্বাচনে ভারতের ১১টি প্রদেশের মধ্যে ৭টি প্রদেশে কংগ্রেস বিরাট সাফল্য লাভ করে। এ প্রদেশগুলো হচ্ছে- মাদ্রাজ, উত্তর প্রদেশ, বিহার, মুম্বাই, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ। অপরদিকে মুসলিম লীগ কোনো প্রদেশেই আশানুরূপ সাফল্য লাভ করতে পারে নি। উল্লেখ্য, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে আসাম, বাংলা, বিহার, মুম্বাই, মাদ্রাজ ও - উত্তর প্রদেশ এ ৬টি প্রদেশে দ্বিকক্ষবিশিষ্ট এবং অবশিষ্ট ৫টি প্রদেশ যথা- পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও উড়িষ্যায় এক কক্ষবিশিষ্ট আইনসভার বিধান করা হয়।
নিম্নে ছকের সাহায্যে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ভারতের বিভিন্ন প্রাদেশিক আইন পরিষদের নিম্ন কক্ষে সম্প্রদায়ভিত্তিক আসন বণ্টন দেখানো হলো: 

সম্পর্কিত প্রশ্ন সমূহ