• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য

১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে। বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশনে এর উদ্দেশ্যসমূহ নির্ধারণ করা হয়। উমেশ চন্দ্র ব্যানার্জী কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন। কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকেই "ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্য প্রকাশই" সংগঠনটির মূলভিত্তি হিসেবে ধরা হয়। নিয়মতান্ত্রিক উপায়ে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে জনমত সংগঠিত করা, জনগণের অভাব-অভিযোগ দৃঢ় করতে ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা আদায়ই ছিল কংগ্রেসের মূল লক্ষ্য। এ সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রথম অধিবেশনেই এর চারটি মূল উদ্দেশ্য নির্ধারণ করা হয়। যথা:

১. ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ভারতীয়দের মধ্যে যোগসূত্র স্থাপন করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

২. জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মনের সংকীর্ণতা বিদূরিত করে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করা।

৩. বিশিষ্ট জ্ঞানী, গুণী ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে সলা-পরামর্শ করে ভারতবর্ষের জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানের প্রচেষ্টা চালানো।

৪. পরবর্তী এক বছরের মধ্যে রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উদ্দেশ্য সামনে রেখে জাতীয় কংগ্রেস অগ্রসর হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে কংগ্রেস ভারতীয় জনগণের মতামতের বলিষ্ঠ কণ্ঠ ও মুখপাত্র হিসেবে প্রশাসনিক কর্মকাণ্ডে স্থানীয় প্রতিনিধিত্বের অংশীদারিত্ব বৃদ্ধির জন্য সরকারকে অনুরোধ জানাবে বলে স্থির করা হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ