- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
জিন্নাহর চৌদ্দ দফা
জিন্নাহর চৌদ্দ দফা দাবি ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। মূলত নেহেরু রিপোর্টের পাল্টা হিসেবে জিন্নাহর চৌদ্দ দফা পেশ করা হয়। নেহেরু রিপোর্ট মুসলমান নেতৃবৃন্দকে আশাহত করে। ১৯২৯ সালের জানুয়ারি মাসে তাঁরা দিল্লিতে মুসলিম লীগের সভা আহ্বান করেন। এ সভায় পৃথক নির্বাচন ব্যবস্থাসহ মুসলমানদের স্বার্থ রক্ষায় মোহাম্মদ আলী জিন্নাহ তাঁর বিখ্যাত '১৪ দফা' পেশ করেন। জিন্নাহর এ '১৪ দফা' ভারতবর্ষের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মি. জিন্নাহ এ সময় অনুভব করেন যে, অখণ্ড ভারতে মুসলমানদের ভাগ্য কোনো দিনই নিশ্চিত হতে পারে না। এ চিন্তা-চেতনা থেকেই পরবর্তীতে উদ্ভব ঘটে তাঁর বিখ্যাত 'দ্বিজাতিতত্ত্ব' (Two Nation Theory)। দ্বিজাতিতত্ত্বে ভারতবর্ষে ভারতীয় মুসলমানদের একটি পৃথক জাতি হিসেবে উল্লেখ করা হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ