• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ব্যর্থতার কারণ

স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো:

১. কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের বিরোধিতা: স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব কংগ্রেস সমর্থন করে নি বরং কংগ্রেস নেতারা এর চরম বিরোধিতা করেছেন। শ্যামা প্রসাদ মুখার্জীর সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা ও কংগ্রেসের একটি অংশ অখণ্ড ও সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠনের তীব্র বিরোধিতা করে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা বিশেষ করে নেহেরু ও প্যাটেল প্রথম থেকেই এ উদ্যোগের ঘোর বিরোধী ছিলেন। স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্রের ভাগ্য কার্যত বাংলার বাইরে সর্বভারতীয় পর্যায়ে নির্ধারিত হয়।

২. মুসলিম লীগের বিরোধিতা: প্রাথমিক পর্যায়ে খাজা নাজিমুদ্দীন, নুরুল আমিন ও মোহাম্মদ আলীসহ বাংলার মুসলিম লীগ নেতৃবৃন্দ স্বাধীন বাংলার প্রস্তাব সমর্থন করেন। কিন্তু পরবর্তীতে তারাও স্বাধীন বাংলার বিরোধিতা শুরু করেন। এ ছাড়া বাংলার মুসলিম লীগের রক্ষণশীল অংশ প্রস্তাবিত স্বাধীন বাংলায় যুক্ত নির্বাচন ও সংখ্যা সাম্যের নীতি মেনে নিতে পারে নি। মুসলিম লীগের বিরোধিতার কারণেও স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়।

৩. সময়ের স্বল্পতা: স্বাধীন বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের ক্ষেত্রে সময়ের স্বল্পতা আর একটি অন্তরায় ছিল। একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ ১৯৪৮ সালের জুন মাসের মধ্যে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করে ভারত ত্যাগের চূড়ান্ত ঘোষণা দেয়। কিন্তু কার্যত তারা এর পূর্বেই অর্থাৎ ১৯৪৭ সালের আগস্ট মাসে ভারত ত্যাগ করে। দ্রুতগতিতে ব্রিটিশদের প্রস্থান স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের জন্য বিপর্যয়কর ছিল, কেননা এ উদ্যোগ সফল করতে প্রয়োজন ছিল পর্যাপ্ত সময়ের।

সম্পর্কিত প্রশ্ন সমূহ