- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য
লাহোর প্রস্তাব বিশ্লেষণ করলে এর নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন-
১. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য নয়।
২. মুসলমানদের সঙ্গে পরামর্শ ছাড়া আর কোনো সংশোধিত পরিকল্পনাও তাদের নিকট গ্রহণযোগ্য হবে না।
৩. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন বা সন্নিহিত এলাকাগুলোকে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে।
৪. ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে 'স্বাধীন রাষ্ট্রসমূহ' গঠন করতে হবে।
৫. এ সকল স্বাধীন রাষ্ট্রে অঙ্গরাজ্য বা প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম।
৬. সকল সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থরক্ষার জন্য উপযুক্ত সাংবিধানিক বা শাসনতান্ত্রিক রক্ষাকবচের ব্যবস্থা থাকতে হবে।
৭. দেশের যেকোনো ভবিষ্যৎ সাংবিধানিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে।
৮. অঞ্চল বা প্রদেশগুলো নিজেদের এলাকার প্রতিরক্ষা, পররাষ্ট্র যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সকল ক্ষমতার অধিকারী হবে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ