- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল
১৯৪৬ সালে ব্রিটিশ ভারতের ১১টি প্রদেশের আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মূল দল ছিল কংগ্রেস ও মুসলিম লীগ। কংগ্রেস প্রাদেশিক আইনসভার মোট ১,৫৮৫টি আসনের মধ্যে ৯২৩টি আসনে জয়ী হয়ে ৮টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা লাভকরে। যে ৮টি প্রদেশে কংগ্রেস জয়ী হয় সেগুলো হলো: যুক্ত প্রদেশ, মুম্বাই, মাদ্রাজ, আসাম, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ। এ নির্বাচনে কংগ্রেস মোট ভোটের ৮০% লাভ করে। অন্যদিকে মুসলিম লীগ সমগ্র ভারতের প্রদেশগুলোতে মুসলমানদের জন্য সংরক্ষিত ৪৯২টি আসনের মধ্যে ৪২৭টি আসনে জয়লাভ করে। মুসলিম লীগ বাংলা, পাঞ্জাব ও সিন্ধুতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মুসলমানদের মোট ভোটের ৭৪-২০% লাভ করে।
মাদ্রাজে কংগ্রেস ১৬৫টি আসন লাভ করে এবং মুসলিম লীগ ২৯টি সংরক্ষিত আসনের সবকয়টিতে জয়লাভ করে। বঙ্গীয় আইনসভার . ২৫০টি আসনের মধ্যে মুসলমানদের জন্য সংরক্ষিত ১১৯টি আসনের মধ্যে ১১৩টি আসনে জয়লাভ করে। কংগ্রেস দ্বিতীয় সর্বোচ্চ ৮৬টি আসন লাভ করে। নিম্নে ছকের সাহায্যে ১৯৪৬ সালের প্রাদেশিক আইনসভার 'নির্বাচনের ফলাফল দেওয়া হলো:
সম্পর্কিত প্রশ্ন সমূহ