- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
মূল লাহোর প্রস্তাবের সংশোধন
মূল লাহোর প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চল নিয়ে 'স্বাধীন রাষ্ট্রসমূহ' (Independent States) গঠন করার কথা বলা হয়। এ প্রস্তাবে কোথাও একটি মুসলিম রাষ্ট্রের বা পাকিস্তান শব্দের উল্লেখ ছিল না। কিন্তু এ প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগ এর অন্য রূপ ব্যাখ্যা দিতে থাকে। জিন্নাহ শীঘ্রই এক সংবাদ সম্মেলনে লাহোর প্রস্তাবকে এভাবে ব্যাখ্যা করেন। ভারতের পশ্চিম-ভাগের মুসলিম-প্রধান প্রদেশগুলো এবং পূর্বভাগের মুসলিম প্রধান বাংলা ও আসামকে নিয়ে পাকিস্তান একটি যুক্তরাষ্ট্রই হবে। পরবর্তীতে লন্ডনের পত্র-পত্রিকাগুলোও লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' নামে অভিহিত করে। অবশেষে ১৯৪৬ সালের ৯ এপ্রিল মুসলিম লীগের আইন প্রণেতাগণের সম্মেলনে একাধিক স্বাধীন রাষ্ট্র কথাটি সংশোধন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়। উক্ত অধিবেশনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে প্রস্তাব করেন তা ছিল ভারতের উত্তর-পূর্ব বাংলা ও আসাম এবং উত্তর-পশ্চিমে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে নিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করা হবে। এ নতুন রাষ্ট্রের নাম হবে পাকিস্তান। এ বিশেষ কনভেনশন কমিটির সভায় বাংলার মুসলিম লীগ নেতা আবুল হাশিম উল্লিখিত সংশোধনী প্রস্তাবের সমালোচনা করে বলেন যে, মুসলিম লীগের টিকিটে নির্বাচিত আইনসভার সদস্যদের ১৯৪০ সালের মূল লাহোর প্রস্তাব সংশোধনের ক্ষমতা এ বিশেষ কনভেনশন কমিটির নেই। তিনি আরও বলেন, "অন্য একটি রাষ্ট্রের প্রায় এক হাজার মাইল ভূ-ভাগ দ্বারা বিচ্ছিন্ন দুটি দূরবর্তী অঞ্চল নিয়ে কখনো একটি রাষ্ট্র গঠিত হতে পারে না।" এসময় মোহাম্মদ আলী জিন্নাহ বুঝানোর চেষ্টা করেন যে, অসাবধানতাবশত এবং ছাপার ভুলে State শব্দটির সাথে অক্ষরটি যুক্ত হয়েছিল। কিন্তু মূল লাহোর প্রস্তাবটি পরীক্ষা করে দেখা গেছে যে, বারবার সেখানে States শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দ পরিবর্তনের এ ঘটনা ছিল মূলত উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক।
সম্পর্কিত প্রশ্ন সমূহ