• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

ভারতীয় জাতীয় কংগ্রেস কার্যক্রম

১৮৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে কংগ্রেসের কার্যক্রম দুটি প্রধান নীতি অবলম্বন করে পরিচালিত হয়। একটি হচ্ছে সরকারি কর্মকাণ্ড ও নীতিমালার অত্যন্ত সংযত ভাষায় সমালোচনা করা; আর অপরটি হচ্ছে সরকারের নিকট বিভিন্ন সংস্কার দাবি বিনয়ের সাথে উত্থাপন করা। এ সংস্কার দাবিদাওয়াগুলো ছিল মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক। 

রাজনৈতিক দাবিগুলো ছিল নিম্নরূপ:

১. ভারত সচিবের পরামর্শ সভার বিলোপ অথবা তিন জন ভারতীয়কে পরামর্শ সভায় সদস্য হিসেবে গ্রহণ।

২. কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন পরিষদে যথাক্রমে দুই জন ও একজন ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত।

৩. কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন পরিষদের সম্প্রসারণ এবং নির্বাচিত সদস্যের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠাকরণ।

৪. সরকারি চাকরিতে ভারতীয়দের যথোপযুক্ত সংখ্যায় নিয়োগের ব্যবস্থা গ্রহণ।

৫. শুধু ইংল্যান্ডের পরিবর্তে একই সময় ভারত ও ইংল্যান্ডে সি. এস (Civil Service) পরীক্ষা গ্রহণ।

৬. আইনসভায় বাজেটে ভারতীয় সদস্যদের ভোটদান করার অধিকার প্রদান।

অর্থনৈতিক দাবিগুলো ছিল নিম্নরূপ:

১. ভারতে দারিদ্র্য ও দুর্ভিক্ষের কারণ অনুসন্ধানের জন্য তদন্তের দাবি উপস্থাপন করা হয়।

২. চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার রোধ দাবি করা হয়। কেননা এ সময় কংগ্রেস নেতাদের অভিমত কৃষকরা তাদের জমি বিক্রি করে দিতে বাধ্য হতো।

৩. ভারতীয় শিল্পকে সংরক্ষণের জন্য অবাধ বাণিজ্য নীতি রদের দাবি জানানো হয়। রায়তওয়ারি এলাকায় রাজস্ব হ্রাস এবং রাজস্ব আদায়ে কঠোরতা হ্রাস করার দাবি করা হয়।

৪. কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে রায়ত ছাড়া কৃষকের জন্য চিরস্থায়ী কর ব্যবস্থার দাবি জানানো হয়।

৫. লবণ কর কমানোর দাবি করা হয়।

উল্লিখিত দাবি ছাড়াও কংগ্রেস ভারতীয়দের শিক্ষা প্রসারের ব্যবস্থা, গণতান্ত্রিক, বাকস্বাধীনতা ও নাগরিক অধিকার সংক্রান্ত দাবিদাওয়াও পেশ করে। পরবর্তীতে বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ প্রমুখ নেতৃবৃন্দের প্রভাবে কংগ্রেসে হিন্দু জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটে। এসব চরমপন্থি কংগ্রেস নেতৃবৃন্দ আবেদন-নিবেদনের পথ ছেড়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে শিক্ষিত ও মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে ব্রিটিশ বিরোধী প্রবল মনোভাব বৃদ্ধি পেতে থাকে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ