- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
দ্বৈতশাসন
১৯১৯ সালে ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈতশাসনের প্রবর্তন ছিল একটি যুগান্তকারী ঘটনা। দ্বৈতশাসন বলতে একই প্রশাসনের দু'ধরনের কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায়। ১৯১৯ সালের ভারত শাসনে ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে দ্বৈতশাসন প্রবর্তন করা হয়। এর অর্থ হলো প্রাদেশিক বিষয়সমূহকে দুভাগে বিভক্ত করে তা পরিচালনার জন্য দুধরনের কর্তৃপক্ষের উপর দায়িত্ব অর্পণ করা হয়। প্রাদেশিক বিষয়গুলোকে সংরক্ষিত ও হস্তান্তরিত- এ দুভাগে ভাগ করা হয়। বিচার বিভাগ, ভূমি রাজস্ব, পুলিশ, জেল, খনি, সেচ, সংবাদপত্র ও প্রকাশনা, বনজ শিল্প, খাল খনন ও বাঁধ নির্মাণ প্রভৃতি সংরক্ষিত বিষয় পরিচালনার দায়িত্ব গভর্নর ও তাঁর কার্যনির্বাহী পরিষদের ওপর ন্যস্ত করা হয়। অন্যদিকে কৃষি, শিক্ষা, সমবায়, মৎস্য, স্থানীয় কারবার প্রভৃতি হস্তান্তরিত বিষয়গুলো পরিচালনার জন্য প্রাদেশিক গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভার ওপর দায়িত্ব দেওয়া হয়। হস্তান্তরিত বিষয়সমূহ পরিচালনায় গভর্নর মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ