• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

বঙ্গভঙ্গ, ১৯০৫

ব্রিটিশ ভারতের রাজনৈতিক ক্রমবিবর্তনের ইতিহাসে বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলা, বিহার, উড়িষ্যা ও ছোট নাগপুর নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রেসিডেন্সি (Bengal Presidency) এবং এটি ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসামকে নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' নামে একটি নতুন প্রদেশ এবং এর রাজধানী হয় প্রাচীন শহর ঢাকা। এই নতুন প্রদেশের আয়তন ছিল ১,০৬, ৫০৪ বর্গমাইল। এর লোকসংখ্যা ছিল ৩ কোটি ১০ লক্ষ, যার মধ্যে ১ কোটি ৮০ লক্ষ ছিল মুসলমান। নবগঠিত এ 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার (Sir Bampfylde Fuller)। বাংলা প্রেসিডেন্সির অবশিষ্টাংশ অর্থাৎ পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় 'পশ্চিমবঙ্গ' প্রদেশ এবং এর রাজধানী হয় কলকাতা। নতুন এ প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার এন্ড্রু ফ্রেজার (Sir Andraw Fraser).

সম্পর্কিত প্রশ্ন সমূহ