• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ

১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ ছিল নিম্নরূপ:

১. কেন্দ্রীয় আইনসভার সম্প্রসারণ এ আইনের মাধ্যমে কেন্দ্রীয় সভা তথা ব্যবস্থাপক সভায় দশ (১০) জন অতিরিক্ত সদস্য সংযোজন করে এর সদস্য সংখ্যা ষোলো (১৬) জনে উন্নীত করা হয়। গভর্নর জেনারেল কর্তৃক এ সকল সদস্য মনোনীত হবেন। অতিরিক্ত সদস্যদের মধ্যে ৬ জনের বেশি সরকারি সদস্য হতে পারবে না বলে স্থির করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যগণ কতিপয় শর্তসাপেক্ষে সরকারের বার্ষিক অর্থনৈতিক রিপোর্টে মতামত দেওয়ার সুযোগ লাভ করেন এবং ইচ্ছা করলে সমালোচনা করতে পারতেন। কিন্তু রিপোর্টের কোনোরূপ কাটছাট বা সংশোধন করতে পারতেন না।

২. পরোক্ষ নির্বাচন ব্যবস্থা: ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে পরোক্ষ হলেও সর্বপ্রথম নির্বাচন পদ্ধতির সূচনা ঘটে। অতিরিক্ত সদস্যদের মধ্যে চার (৪) জন চারটি প্রাদেশিক আইনসভার বেসরকারি সদস্যদের দ্বারা এবং অপর একজন কলকাতা বণিক সভার দ্বারা নির্বাচিত হতেন।

৩. আইনসভার ক্ষমতা বৃদ্ধি: এ আইনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় আইনসভার ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আইনসভার সদস্যবৃন্দ যেকোনো বিষয়ে সভায় প্রশ্ন তুলতে পারতেন। তাঁরা বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু বাজেট সম্পর্কে ভোটদানের অধিকার তাঁদের ছিল না।

৪. সরকারি সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা এ আইনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায় সরকারি সদস্যদের প্রাধান্য ও সংখ্যাগরিষ্ঠতা বিদ্যমান থাকে। এই আইনে ভারতীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য সংখ্যা ১২ জন হতে ১৬ জনে উন্নীত করা হয়।

৫. সদস্য মনোনয়নে বিধি প্রণয়ন ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনে গভর্নর জেনারেলকে সদস্য মনোনয়ন সম্পর্কে নিয়ম-বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। তবে তাঁর এ ক্ষমতা প্রয়োগকালে ভারত সচিবের অনুমোদন গ্রহণ করতে হবে।

৬. বাজেট প্রণয়নে অংশগ্রহণ ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে আইন পরিষদের সদস্যরা প্রথমবারের মতো বাজেট সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করার ক্ষমতা লাভ করে। এতে ভারতে ব্রিটিশ সরকারের আয়-ব্যয়ের ব্যাপারে ভারতীয় সদস্যগণ অবহিত হওয়ার সুযোগ পায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ