• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া

ব্রিটিশ ভারতের রাজনীতিতে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ছিল সুদূরপ্রসারী (Far-reaching)। বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ ভারতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে বিপরীতমুখী মনোভাব লক্ষ করা যায়। নিম্নে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হলো:

১. মুসলমানদের প্রতিক্রিয়া: ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে পূর্ব বাংলার মুসলিম জনগণ স্বাগত জানায়। কেননা নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশে তাঁরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। পূর্ব বাংলার মুসলমান জনগণ এ ভেবে আশাবাদী হয় যে, নতুন প্রদেশে তারা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে উন্নতি সাধন এবং তাদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হবে। তাছাড়া শিক্ষা, চাকরি, আইন ব্যবসায়, ব্যবসায়-বাণিজ্য সব ক্ষেত্রেই তারা প্রতিষ্ঠিত হতে পারবে। নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলায় মুসলিম জনমত তথা মুসলিম জাতীয়তাবাদী চেতনা সৃষ্টির নেতৃত্বে ছিলেন।

২. হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া: বঙ্গভঙ্গ হিন্দু জনগণ বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তারা প্রচার করেন যে, বঙ্গভঙ্গ 'বঙ্গ মাতার অঙ্গচ্ছেদ' (Vivisection of the Motherland)-এর সমান। তাঁরা বঙ্গভঙ্গকে হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ব্রিটিশ ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে ব্যাপক গণ-আন্দোলন গড়ে তোলে। এক পর্যায়ে স্বদেশি পণ্য ব্যবহার এবং ব্রিটিশ পণ্য বর্জনের কর্মসূচি যুক্ত হলে আন্দোলন সহিংস রূপ লাভ করে। এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও রাখি বন্ধনে শামিল হয়েছিলেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ