• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

লোভে পাপ, পাপে মৃত্যু

লোভে পাপ, পাপে মৃত্যু

ভাব-সম্প্রসারণ: মানবজীবনের ছয়টি রিপুর মধ্যে জঘন্যতম রিপু হলো লোভ। এ লোভ মানবজীবনে চরম ক্ষতি ও অনর্থ সাধন করে। লোভের বশবর্তী হয়েই মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তাই সে যেকোনো জঘন্য কাজ করতে দ্বিধাবোধ করে না। সে নির্দ্বিধায় পাপ কাজে লিপ্ত হয়। তারপর ধীরে ধীরে সে অবৈধ ও জঘন্য পথে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে সে হয়ে ওঠে পশুর মতো। অন্যদিকে নির্লোভ ব্যক্তি পাপাচারমুক্ত সত্য-সুন্দর জীবন লাভ করে, সকলের ভক্তি শ্রদ্ধা অর্জন করে। লোভী ব্যক্তি ঘৃণার পাত্রে পরিণত হয়। সমাজে সবাই তাকে ঘৃণা করে; ফলে সে করুণ মৃত্যুর মুখোমুখি হয়। আমরা ঈশপের গল্প থেকে লোভী কৃষক সম্পর্কে ভালো শিক্ষা পেতে পারি। সে খুব তাড়াতাড়ি ধনী হতে চেয়েছিল। এ অবিমিশ্র নৈরাশ্যের কারণে সে তার হাঁসটিকে হারিয়েছিল যা প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত। সুতরাং একথা মনে রাখা একান্ত প্রয়োজন যে, আমাদের পার্থিব জীবনে ধৈর্য ধারণ করা উচিত। ধনসম্পদ, বিলাসিতা, ক্ষমতা প্রভৃতি কোনোকিছুর লোভ করা যাবে না, তাহলেই জীবন সুন্দর হবে ও আমাদের জাতি, সমাজ, রাষ্ট্র সুন্দর হবে। পাপী ব্যক্তির লোভ-লালসার সীমা থাকে না। সে ইচ্ছা করলে অন্য কিছু করতে পারে না। তার স্বভাবে যে কালিমা পড়ে গেছে তা দূর করার কোনো পথ নেই। লোভের মতো এত বড় জঘন্য জিনিস পৃথিবীতে আর দ্বিতীয় কোনোকিছু নেই। লোভ মৃত্যুর ভয় করে না। মৃত্যু তার কাছে তুচ্ছ মনে হয়। সুতরাং লোভের জন্য মানুষ আত্মমর্যাদা বিসর্জন দেয়। লোভকে বর্জন করতে হবে। তবেই জীবন সুন্দর ও সার্থক হবে। নির্লোভ জীবনের মাঝেই নিহিত আছে প্রকৃত সুখ। তাই প্রত্যেক মানুষের উচিত লোভ-লালসা পরিহার করা এবং সৎ পথ অনুসরণ করা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ