- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
শুনহ মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই
ভাব-সম্প্রসারণ: মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টিরূপে সৃষ্টি করেছেন মানবজাতিকে। তাই সবার উপরে মানুষের মর্যাদা স্বীকার করতে হয়। ধর্মীয় গোঁড়ামি কিংবা সাম্প্রদায়িকতার বিষবাষ্প দ্বারা আক্রান্ত হয়ে অন্য কাউকে খাটো করে দেখার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। সবার উপরে মানুষের পরিচয় হলো সে মানুষ।
মানুষ সভ্যতার জনক। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, বিদ্যাবুদ্ধি, বিবেক, মেধা ও প্রজ্ঞার অপূর্ব সমন্বয় ঘটিয়ে মানুষ আজ জয় করেছে পৃথিবীকে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, মানুষ নিজেকে জাহির করার জন্য যতটা তৎপর, পরকে আপন করার জন্য ততটা তৎপর নয়। জাতিতে জাতিতে ভেদাভেদ মানুষের আজ নিত্যসঙ্গী। ধর্মকে মানুষ আজ বড় করে দেখার চেষ্টা করছে। তাদের দাবি মানুষ ধর্ম দ্বারা প্রভাব বিস্তার করতে পারলেই আদর্শ জাতি বা ধর্ম হিসেবে পরিচিতি লাভ করবে। আসলে একথা সত্য নয়। ধর্মীয় গোঁড়ামি আর নগ্ন সাম্প্রদায়িকতার বেড়াজালে আজ পৃথিবীর মানুষ বহু ধারায় বিভক্ত। এক ধর্মের মানুষ অন্য ধর্মকে খাটো করে দেখার এবং ধ্বংস করে দেওয়ার চেষ্টায় সারাক্ষণ ব্যস্ত।
মানবতা ও মানবিকতার আদর্শ আজ ধুলায় লুণ্ঠিত। মানুষের গড়া সভ্যতা ব্যঙ্গ করছে আজ মানুষকে। তাদের মধ্যে নেই মনুষ্যত্বের বিকাশ, নেই সৌভ্রাত্বের সেতুবন্ধন, নেই ধর্মের ঐক্য। কবির ভাষায়-
"গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহীয়ান।"
কবির এ অজেয় বাণী আমরা যদি যুগে যুগে প্রতিফলিত করার চেষ্টা করি তাহলে পৃথিবীতে সুখের স্বর্গ তৈরি হবে নিঃসন্দেহে।
মানুষের উচিত সকল বিভেদ ভুলে যাওয়া এবং এ পৃথিবীকে সকলের জন্য এক ও অভিন্ন হিসেবে গড়ে তোলা। আর সবার উপরে মানুষের মনুষ্যত্বকে মূল্যায়ন করা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

