- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
দশের লাঠি একের বোঝা
দশের লাঠি একের বোঝা
অথবা, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
ভাব-সম্প্রসারণ: দশজনে মিলে যেকোনো কাজ সহজেই করা যায়, কিন্তু একজনের পক্ষে তা করা অসম্ভব ও কঠিন। জীবন কর্মময়। কাজের মধ্য দিয়েই মানুষের জীবন সহজ, গতিময় ও প্রশংসাধন্য হয়ে থাকে। কিন্তু সব সময়ই কাজে সাফল্য আসবে এমন কোনো কথা নেই। ব্যর্থতাও আসতে পারে। একজনের উপযোগী কাজ একজনে সম্পন্ন করলে বা দশজনের উপযোগী কাজ দশজনে মিলে করলে তাতে সফলতা অনিবার্য। কিন্তু দশজনের উপযোগী কাজ একজনে করতে গেলে তাতে সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ, বরং ব্যর্থতার সম্ভাবনা বেশি। এ ব্যর্থতার লজ্জা আছে, হতাশা আছে, গ্লানি আছে। কিন্তু এ কঠিন কাজটি দশজনে মিলে করলে, তাতে সফলতা যদি নাও আসে তাহলেও লজ্জা বা গ্লানি নেই। কেননা তাতে জবাবদিহিতার বা প্রশ্ন করার কেউ থাকে না। কারণ সকলে মিলেই ব্যর্থ হয়েছে। কাজেই দশের লাঠি একজনের জন্য বোঝা। কিন্তু দশজনের লাঠি দশজনের জন্য বোঝা নয়
দশজনে মিলে কোনো কাজে সফল হলে তাতে আনন্দ আছে, কিন্তু হেরে গেলেও তাতে কোনো লজ্জা বা গ্লানি নেই।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

