- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
পুণ্যে-পাপে, দুঃখে-সুখে, পতনে-উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে
পুণ্যে-পাপে, দুঃখে-সুখে, পতনে-উত্থানে,
মানুষ হইতে দাও তোমার সন্তানে
ভাব-সম্প্রসারণ: মানুষ নানা অনুকূল-প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে ওঠে। সবকিছু মোকাবিলা করে এগিয়ে চলে মানবজীবন। বস্তুত স্থিরলক্ষ্য গতিশীল মানুষই সফল মানুষ।
মানুষ সামাজিক জীব। অন্য জীব থেকে সে আচার-আচরণে ভিন্ন। ভালো-মন্দ ও ন্যায়-অন্যায় বোধ রয়েছে তার। হাসি-কান্না, দয়া-মায়া, স্নেহ-প্রীতিময় বৈচিত্র্যপূর্ণ মানবজীবন। এই বৈচিত্র্যময় জীবনকে সঠিক লক্ষ্যস্থলে পৌছাতে আল্লাহর সাহায্য দরকার। শুধু কর্ম দিয়ে, বুদ্ধির অহংকার দিয়ে, প্রযুক্তির গৌরবে যথাযথ লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করতে চাই মানুষের প্রীতিপূর্ণ সহযোগিতা। মানুষের মতো মানুষ হলে মানুষের ভালোবাসায় সফলতা আসে, জীবনে ও সমাজ-সংসারে। এ সাফল্যই প্রকৃতির সন্তানের সেরা সাফল্য। মূলত সহজভাবে সহজ পথে সবকিছু মেলে না। দরকার ত্যাগ ও সহনশীলতার সাধনা। সাধনা করলে পরীক্ষায় যেমন উত্তীর্ণ হওয়া যায় তেমনি সংগ্রামী সাধনায় জীবনেও আসে সফলতার বিজয়। জয়ী জীবনের জন্য মানুষকে প্রকৃত মানুষ হতে হয়। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌছাতে হলে সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় ভেসে গেলে চলবে না। উত্থান-পতনের মধ্য দিয়ে, পাপ-পুণ্যের সিঁড়ি বেয়ে প্রকৃত মানুষ পৌছে যায় জীবনের পূর্ণতায়। এই মানুষই আশরাফুল মাখলুকাত বা স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এঁরাই আদর্শ মানুষ। অন্য, মানুষকেও তাঁরা আলোর পথ দেখান- ভালোর স্বপ্ন দেখান। মানুষ হিসেবে তাঁরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সবাই তাঁদেরকে নিয়ে গর্ব করে।
আজ আমাদের প্রার্থনা- আমরাও এমন আদর্শ মানুষ হতে চাই। প্রকৃতি আমাদের সহায় হোক, আমরা যেন মানুষ হতে পারি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

