• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়

সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়
অসময়ে হায় হায় কেহ কারো নয়

অথবা, বিপদে প্রকৃত বন্ধুর পরিচয়

ভাব-সম্প্রসারণ: সমাজে একশ্রেণির মানুষ ধনীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সুবিধা লাভের আশায়। এসব সুবিধাবাদী মানুষ স্বার্থ হাসিলের পর কেটে পড়ে। আর নিঃস্বার্থ সম্পর্ক টিকে থাকে আত্মিক ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনে।

মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণেই সমাজে গড়ে ওঠে সৌহার্দপূর্ণ সম্পর্ক। মানুষ আবদ্ধ হয় ভালোবাসা ও প্রীতির বন্ধনে। বন্ধুত্বপূর্ণ এ সম্পর্ক হয় স্বার্থচিন্তা মুক্ত। বন্ধুত্বের আড়ালে একশ্রেণির স্বার্থপর মানুষ বৈষয়িক স্বার্থের লোভে সুসময়ের সাথি হয়ে জোটে কিন্তু কোনো কারণে বন্ধুর জীবনে দুঃসময় নেমে এলে তারা কেটে পড়ে। এ কারণেই বলা হয়, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। প্রকৃত বন্ধু কিন্তু বিপদে-আপদে পাশে থেকে বিপদ মোকাবিলায় সাহায্য-সহযোগিতা করে।

মানুষ সংকটে-দুর্দিনে পড়ে প্রকৃত বন্ধুর মাধ্যমে উপকৃত হয়। দুঃখ-কষ্ট, বিপদ-আপদে যারা একে অন্যের সহমর্মী হয়ে যুদ্ধ করে, সাহস জোগায় তারাই প্রকৃত বন্ধু।

পরবর্তী

সম্পর্কিত প্রশ্ন সমূহ