- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে
রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে
অথবা, মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে
হারা শশীর হারা হাসি
অন্ধকারেই ফিরে আসে।
ভাব-সম্প্রসারণ: কথায় আছে, “জীবন একটা দুঃখ-সুখের গান"। জীবনের পরতে পরতে হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট মিলেমিশে থাকে। দুঃখ-কষ্টের নির্মম কশাঘাতে জীবন হয়ে ওঠে শুচিশুভ্র। রাতের শেষে যেমন সকালের সোনা রোদ, মেঘের আড়ালে যেমন সূর্য; দুঃখ অবসানে তেমন সুখের উন্মেষ।
ইংরেজিতে একটি কথা আছে, "Adversity often leads to prosperity" অর্থাৎ "দুঃখের পরিণতি সুখে।” মানবজীবন দুঃখ-সুখের জীবন। হাসি-কান্না, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ সবই জীবনের অনুষঙ্গ। একটি ছাড়া অন্যটি অর্থহীন। জীবনের পথে চলতে হলে বাধা আসবে, আসবে কণ্টকাকীর্ণ পথ, কিন্তু তা দেখে ঘাবড়ে গেলে চলবে না। এগিয়ে যেতে হবে সম্মুখ পানে। দিন শেষে যেমন আঁধারে ঢেকে যায় পৃথিবী, আবার সে আঁধার কাটতে থাকে মুহূর্তে মুহূর্তে উদিত হয় আকাশে নতুন সূর্য। জীবনও এমনি এক খেলা। যেখানে সুখের পরে দুঃখ কিংবা কষ্টের পরে সুখের অবারিত হাতছানি। কেননা সুখ-দুঃখ পর্যায়ক্রমে আসে। দুঃখ-কষ্টের তীব্রতা মানুষকে নিরাশ করে তোলে। কষ্টের সাগরে মানুষকে ভুলে গেলে চলবে না যে, দুঃখ যত তীব্র হোক না কেন তার পরেই সুখ, সুখের সূর্য হাতছানি দিয়ে ডাকে। প্রতিটি মুহূর্ত যেমন রাতের গভীরতাকে আরও গভীর করে তেমনি করে রাতের আয়ু এক এক মুহূর্ত করে কমতে থাকে। সহজ কথায়, রাতের গভীরতা যতই বাড়ে প্রভাত ততই নিকটবর্তী হয়। দুঃখের দিনে ধৈর্যহারা হলে চলবে না। আশায় বুক বাঁধতে হবে, অপেক্ষা করতে হবে সুখের সোনালি দিনের। দুঃখের অমানিশার সমাপ্তি একদিন ঘটবেই। অতএব আমাদের উচিত বিপদে ধৈর্য হারা না হয়ে কাঙ্ক্ষিত সাফল্যের জন্য অপেক্ষা করা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

