- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব-সম্প্রসারণ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভাব-সম্প্রসারণ
বড় যদি হতে চাও ছোট হও তবে
বড় যদি হতে চাও ছোট হও তবে
ভাব-সম্প্রসারণ: সামাজিক জীবনে মর্যাদা ও সম্মান পেতে মানুষকে ভদ্র ও বিনয়ী হতে হয়। নিজেকে নিজেই বড় বলে "অহংকার করলে সমাজে শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া যায় না। বিনয়ে নত হলে মানুষ ছোট হয় না, বরং বড় হওয়ার এটাই উত্তম পথ। ফলভারে বৃক্ষ নত হয়, কিন্তু ছোট হয়ে যায় না কখনো। মানুষ নানা রকম কাজ করে জগৎসংসারে। সমাজে রয়েছে নানা রকম ভেদাভেদ। আছে উচু-নিচু, ছোট-বড় নানা শ্রেণিবিন্যাস। তবে প্রকৃতপক্ষে এই ভেদাভেদ ও উঁচু-নিচুর কোনো মূল্য নেই। মানুষের মূল্যায়ন হয় তার কর্মগুণে, বিনয়ী আচার-আচরণে এবং মার্জিত ব্যবহারে। নম্র, ভদ্র, বিনয়ী, গুণী মানুষকে সবাই শ্রদ্ধা করে। সমাজ দেয় মর্যাদার আসন। স্মরণীয় করে রাখে মহাকাল। যুগ যুগ ধরে বরণীয় হয়ে থাকেন তাঁরা। আসলে নমনীয়, সহনশীল, পরধর্মমত সহিষ্ণু ব্যক্তিই অন্যের মন জয় করে বড় হয়ে বেঁচে থাকেন যুগ-যুগান্তর ধরে। বড় হওয়ার জন্য তাই বিনম্র হতে হয়; জ্ঞানী ও গুণী হতে হয়। তাঁরা জানেন অহংকার পতনের মূল। তাই বড়র অহংকার থাকে না তাঁদের ব্যবহারে। মানুষ মুগ্ধ হয় তাঁদের আলোকিত জ্ঞানের ছোঁয়ায়। মহৎ মানুষ, বড় মানুষ বিনয়ী না হয়ে পারেন না।
যে অহংকার করে নিজেকে বড় মনে করে সে কখনো সমাজ ও রাষ্ট্রে বড় বলে, মর্যাদাপূর্ণ ও সম্মানিত বলে বিবেচিত হয় না।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

