• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

জন্ম হউক যথা তথা কর্ম হউক ভালো

"জন্ম হউক যথা তথা কর্ম হউক ভালো"

অথবা, নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়;
সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়

ভাব-সম্প্রসারণ: মানুষ জন্ম নিয়েই বড় হয় না বা অমর হয় না। তার কর্মই তাকে বাঁচিয়ে রাখে, শ্রেষ্ঠত্ব দান করে।।

জন্মের ওপর মানুষের কোনো হাত নেই। এটি সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষের জন্ম ও মৃত্যু সম্পর্কে কেউই ওয়াকিবহাল নয়। মানুষ নিচু বংশে জন্মগ্রহণ করেও তার কাজের মাধ্যমে নিজেকে অমর করে রাখতে পারেন। নিচু বংশে জন্মালেই নিচু হতে হবে- এমন কোনো কথা নেই। মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় তার কর্মের মাধ্যমে। বংশের পরিচয়ে মানুষের যথার্থ মূল্যায়ন হয় না। বিশ্ববিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়র ছোট ঘরের সন্তান ছিলেন। বেন জনসন নীচ শ্রেণি থেকে উদ্ভূত। বিশ্বখ্যাত ফুটবল খেলোয়াড় ম্যারাডোনা সাধারণ এক দিনমজুরের ছেলে। কিটসকে ওষুধ বেঁচে জীবিকা নির্বাহ করতে হতো। প্লেটো খুব বড় ঘরের সন্তান ছিলেন না। দার্শনিক ক্লিয়নথাসের পিতা ছিলেন বাগানের মালী। ইউরোপিডিসের পিতা ছিলেন বাগানের মালী। জায়েদের পুত্র ওসামা ক্রীতদাসের পুত্র হয়েও চরিত্রগুণে মক্কা বিজয়ের সময় সেনাপতির আসনে অধিষ্ঠিত ছিলেন। কবি ভার্জিলের পিতা ছিলেন ক্ষৌরকার। অথচ তাঁরা সবাই নিজ কর্মের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন। তাই জন্মের দ্বারা মানুষের বিচার করা যুক্তিসংগত নয়, কর্মের দ্বারা যুক্তিসংগত।

মানুষ মহৎ কর্মের মাধ্যমেই পৃথিবীতে অমর হয়ে থাকেন। তাই প্রতিটি মানুষের উচিত সভ্যতার উন্নয়নে নিজেকে যোগ্য করে তোলা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ