• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

অসির চেয়ে মসি বড়

অসির চেয়ে মসি বড়

ভাব-সম্প্রসারণ: কোনো মারণাস্ত্রই ক্ষুদ্র লেখনীর চেয়ে বেশি শক্তিশালী নয়। লেখনীশক্তি দিয়ে পৃথিবীতে অনেক কিছুই জয় করা যায়, যা তরবারি দ্বারা সম্ভব নয়।

অসি বা তরবারির সাহায্যে প্রাচীনকালে যুদ্ধ পরিচালনা করা হতো। অসিশক্তি দ্বারাই যোদ্ধারা বিজয় ছিনিয়ে আনত। যুদ্ধে বিজয়লাভ নির্ভর করত অসি বা তরবারির শক্তির ওপর। অসি দ্বারা সহজেই মানুষকে কতল করা যায় কিন্তু মসি দ্বারা কাউকে এভাবে আঘাত বা হত্যা করা, যায় না। তাই আপাতদৃষ্টিতে মনে হয় অসিই অধিক শক্তিশালী। কিন্তু এ ধারণা একেবারেই ভ্রান্ত। কারণ অসি দ্বারা শত্রুকে হত্যা করে বিজয় ছিনিয়ে আনা যায়, দেশ জয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে দরকার ভালোবাসার। মসি তথা লেখনীর সাহায্যে মানুষের মনের মহান ভালোবাসার প্রকাশ ঘটানো যায় এবং এর দ্বারা মানুষের হৃদয়ের নিভৃতে প্রবেশ করা যায়। মানুষের হৃদয় অভ্যন্তরে প্রবেশ করেই হৃদয় জয় করা সম্ভব। তাই মসি অধিক শক্তিশালী। এ প্রসঙ্গে চার্লস গ্রভিল, যথার্থই বলেছেন, "একটি কলমের সাহায্যে যেভাবে হৃদয়ের কথা উৎসারিত হয়, তেমনটি আর কিছুতেই হয় না।" মসি দ্বারা মানুষের বিবেককে জাগিয়ে তোলা সম্ভব। সব অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানানোর মাধ্যম হলো মসি। পৃথিবীর নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতিবাদ এবং বিশ্ববিবেককে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে তোলার ক্ষেত্রে মসির ভূমিকা অনস্বীকার্য। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম পরিচালিত হয় মসির সাহায্যেই। মসির সাহায্যেই আমরা অতীতকে জানতে পারছি এবং বর্তমান জীবনপ্রণালির নানাবিধ সমস্যা ও সম্ভাবনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি। যুগে যুগে বিভিন্ন মনীষী ও দার্শনিক মসির সাহায্যে তাদের জ্ঞানগর্ভ কথা এবং মতবাদ লিখে গেছেন, যার ফলে আমরা উপকৃত হচ্ছি। আমরা বিভিন্ন মনীষীর আদর্শ সম্পর্কে অবগত হয়ে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করছি। তাই মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মসি অধিক শক্তিশালী ভূমিকা পালন করে।

পৃথিবীতে যেকোনো কাজে জ্ঞানের দ্বারা বিজয়ী হওয়াই সবচেয়ে বড় কথা। আর এই জ্ঞান মসির সাহায্যে অর্জন করা যায়, কাজেই অসি অপেক্ষা মসি অধিক শক্তিশালী।

সম্পর্কিত প্রশ্ন সমূহ