• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাব-সম্প্রসারণ

সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে

সেই ধন্য নরকুলে
লোকে যারে নাহি ভুলে

ভাব-সম্প্রসারণ: বিচিত্র এই পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ। মানুষ বিবেক-বুদ্ধি দ্বারা মহৎ কর্ম সম্পাদন করে পৃথিবীতে অমর হয়ে থাকতে পারে। মানুষ নিজ কৃতকর্মের দ্বারা অন্যের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিতে পারে। আর এতেই মানবজীবন সার্থক হয়।

মানুষ অমরতা চায় তার কর্মের ভেতর দিয়ে। মানুষের আয়ু সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সময়ে সৎকর্ম সম্পাদন করে সে জগতের কল্যাণ সাধন করতে পারে। মানুষ মরণশীল। ব্যক্তি হারিয়ে যাবে। কিন্তু ব্যক্তির উত্তরসূরিরা সংসারকে সচল ও মুখর রাখবে চিরকাল। মানুষ মানুষের স্মৃতিতে অক্ষয় অম্লান হয়ে থাকে কর্ম ও সৎ অনুবৃত্তির ভেতর দিয়ে। অতীতে যারা মানুষের জন্য, জগতের কল্যাণের জন্য কাজ করে গেছেন তাঁরা উজ্জ্বল ও ভাস্বর। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানবজন্ম ধন্য হয়েছে তার মহৎ কর্মের ভেতর দিয়ে। সেই মহৎ মানুষের দলভুক্ত হওয়ার আকাঙ্ক্ষা মানুষের চেতনায় সৃষ্টির প্রেরণা জোগায়। লোকে যাতে ভুলে না যায়, এসব কীর্তি রেখে যাওয়ার আকাঙ্ক্ষায় উন্মুখ যে হৃদয়, সে হৃদয় সত্য ও সুন্দরের কল্যাণের সেবার মূর্ত প্রতীক।

মানুষ তার কর্মগুণেই অন্যের কাছে শ্রদ্ধার পাত্র হতে পারে এবং মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে। মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যদি জীবনের সবকিছু শেষ হয়ে যায় তাহলে সেই জীবন পরিপূর্ণ জীবন নয়। জীবনকে সার্থক করতে হলে মানব ও জগতের কল্যাণ করতে হবে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ